শনিবার, ২৪ মে ২০২৫, ০৭:০০ অপরাহ্ন

মাধবপুরে বাসের ধাক্কায় মহিলা নিহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০১৭
  • ৪৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে বাসের ধাক্কায় সালেহা বেগম (৫০) নামে এক মহিলা নিহত হয়েছেন। তিনি উপজেলার পূর্ব মাধবপুর এলাকার সুরুজ মিয়ার স্ত্রী। গতকাল বিকেল পৌনে ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সিমকো ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে সালেহা রিক্সাযোগে মাধবপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। সিমকো ফিলিংস স্টেশনের কাছে পৌছুলে সিলেটগামী একটি বাস রিক্সাটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় রিক্সা থেকে পড়ে গিয়ে সালেহা বেগম ঘটনাস্থলেই মারা যান। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে মাধবপুর পুলিশ জানিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com