স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার খড়কি গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দুই দল লোকের সংঘর্ষে মহিলাসহ ২৫ জন আহত হয়েছে। গতকাল রবিবার সকালে এ সংঘর্ষ হয়। আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের মজু মিয়ার সাথে লাবু মিয়ার জমিজমা নিয়ে বিরোধ ও মামলা মোকদ্দমা চলে আসছে। এর জের ধরে একজন আরেকজনের প্রতি ক্ষিপ্ত হয়ে উঠে। গতকাল ওই সময় উভয় পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এতে মজু মিয়া, লাবু মিয়া, খোকন মিয়া, জুয়েল মিয়া, আল আমিন, সাজু মিয়া, পারভীন, রাবিয়া, সালেমা, লাদেম মিয়া, আনা মিয়া, বিল্লাল মিয়া, আক্তার হোসেন ও নোমান মিয়া আহত হয়। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতারৈ ভর্তি করা হয়।