শনিবার, ২৪ মে ২০২৫, ০৩:৫১ পূর্বাহ্ন

গনসংযোগকালে ড. মোহাম্মদ শাহ্ নেওয়াজ ॥ এলাকাভিত্তিক উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে সমস্যা সমাধান করতে চাই

  • আপডেট টাইম রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭
  • ৫৬৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ-২ বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনে নির্বাচনীয় এলাকায় গনসংযোগ করেছেন ড. মোহাম্মদ শাহ্ নেওয়াজ। সম্প্রতি বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলার ২টি ইউনিয়নে যুক্তরাজ্য আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং বানিয়াচং-আজমিরীগঞ্জ সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী ড. মোহাম্মদ শাহ্ নেওয়াজ বানিয়াচং উপজেলার দৌলতপুর ইউনিয়নের, করচা, মার্কুলী এবং আজমিরীগঞ্জ উপজেলা পাহাড়পুর এলাকায় গনসংযোগ করেন। জনসংযোগকালে তিনি এলাকার জনসাধারণের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং আওয়ামী লীগের একজন একনিষ্ট সেবক হিসাবে তাদের সমস্যা সমাধানে আপ্রাণ চেষ্টা করে যাবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় ড. শাহ নেওয়াজ বলেন যদি আল্লাহর রহমতে আপনাদের সেবা করার সুযোগ পাই তাহলে এলাকাভিত্তিক উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে আপনাদের সমস্যা সমাধানের যথাসাধ্য চেষ্টা করব। এ জন্য তিনি জনসাধারণে দোয়া, আশির্বাদ ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
গনসংযোগকালে অন্যান্যদের মধ্যে ড. শাহ্ নেওয়াজ সাক্ষাত করেন রাজেন্দ্র বৈষ্ণব, রাধারমণ বৈষ্ণব, পাহাড়পুর শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের সহ-সভাপতি সুখলাল দাস, বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণ কুমার দাস, ডাঃ সুনীল দাস, বদলপুর ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি হীরা লাল দাস, রতি কুমার দাস, পাহাড়পুর বাজার সেক্রেটারী নিশিকান্ত চৌধুরী, বদলপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি পঙ্কজ কুমার দাস, দৌলতপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক পংকজ দাস নিধু, দৌলতপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি টিটু রায়, দৌলপুর কৃষকলীগ সেক্রেটারী মোঃ সাইফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী দীপঙ্কর রায়, মোঃ আছদ্দর মিয়া এর সাথে।
এ সময় শাহ্ নেওয়াজ এর সাথে ছিলেন, এডঃ তমাল কুমার বিশ্বাস, ছাত্রলীগ কর্মী জনি সরকার, রিপন সরকার, অনিক দাস, সুজন দেব প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com