শনিবার, ২৪ মে ২০২৫, ০৭:৩৮ পূর্বাহ্ন

চুনারুঘাটে সহপাঠিদের সহযোগিতায় বাল্য বিয়ে থেকে স্কুল ছাত্রীর রক্ষা

  • আপডেট টাইম বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৭
  • ৪৮৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে সহপাঠিদের সহযোগিতায় বাল্য বিয়ে থেকে রক্ষা পেল ৯ম শ্রেণির এক ছাত্রী। গতকাল মঙ্গলবার দুপুরে পৌর শহরের বাল্লা রোডে ওই ছাত্রীর বাসায় গিয়ে এ বিয়ে বন্ধ করেন উপজেলা নির্বাহী অফিসার সিরাজাম মুনিরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, চুনারুঘাট গার্লস পাইলট হাই স্কুলের ৯ ম শ্রেণির ছাত্রীর অভিভাবকরা ব্রাহ্মনবাড়িয়ার এক ছেলের সাথে বিয়ে ঠিক করেন। বিয়েতে ছাত্রীটির রাজী ছিলনা। এক পর্যায়ে ছাত্রীকে তার নানার বাড়ি ব্রাহ্মনবাড়িয়ায় নিয়ে জোরপূর্বক বিয়ে দেয়ার চেষ্টা করে অভিভাবকরা। বিষয়টি তার সহপাঠিরা উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাত্রীর বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করেন এবং অভিভাবকরা বিয়ে দেবেনা মর্মে অঙ্গিকার করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com