শনিবার, ২৪ মে ২০২৫, ০৩:২৮ পূর্বাহ্ন

নবীগঞ্জে সেমিনারে অধ্যাপক ড. হাসান চৌধুরী ॥ লা মাযহাবীরা নতুন নতুন মাসআলা তৈরী করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭
  • ৬৯২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রঃ) নাতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিষয়ের সহকারী অধ্যাপক ডঃ আহমদ হাসান চৌধুরী বলেছেন- আহলে হাদীস লা মাযহাবীরা বিভ্রান্ত ও পথভ্রষ্ট। তারা প্রতিষ্ঠিত ইসলামী সমাজে নতুন নতুন মাসআলা সৃষ্টি করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। তারা মানুষকে ভূল বুঝিয়ে ভ্রান্ত পথে নিয়ে যাচ্ছে। তিনি বলেন, তারা আল্লাহ ও রাসুলের দুশমন। তারা ইসলামের নামে জঙ্গীবাদের মদদ দিচ্ছে। ছোট ছোট ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে লা মাযহাবীদের বিরুদ্ধে আলেম সমাজ সহ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে সোচ্চার থাকার আহবান করেন তিনি। গতকাল বিকালে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের শতক বাজারসহ ঈদগাহ ময়দানে শতক পাঁচ মৌজা আহলে সুন্নাত ওয়াল জামআত আয়োজিত আহলে হাদীস লা মাযহাবীদের মুখোশ উন্মোচন শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। ক্বারী সৈয়দ আমজদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিলেট সরকারী আলীয়া মাদ্রাসার অধ্যাপক মাওঃ জিয়াউল হক। বিশেষ অতিথি ছিলেন গজনাইপুর ইউনিয়নের চেয়ারম্যান ও নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল প্রমূখ। সেমিনারে আলেম সমাজসহ বিভিন্ন এলাকার বিপুল সংখ্যাক মানুষ উপস্তিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com