স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব আতিকুর রহমান আতিকের মাতা ও তাঁর সহ-ধর্মীনির রূহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়েছে। গতকাল সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবে হবিগঞ্জ সদর উপজেলা, শায়েস্তাগঞ্জ পৌর জাতীয় পার্টি, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে অনুষ্টিত দোয়া ও মিলাদ মাহফিলে হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিল শেষে হবিগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি প্রফেসর আবিদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সালামের পরিচালনায় এক সাংগঠনিক আলোচনা সভা অনুষ্টিত হয়। উক্ত সাংগঠনিক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব বাবু শংকর পাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক তৌহিদুল ইসলাম তৌহিদ ও যুগ্ম আহবায়ক প্রকৌশলী বুলবুল, জেলা জাতীয় যুব সংহতির আহবায়ক প্রভাষক এস এম লুৎফুর রহমান, যুগ্ম আহবায়ক মুরাদ আহমদ। এতে বক্তব্য রাখেন, হবিগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি হাজী আব্দুস শহিদ, শায়েস্তাগঞ্জ পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, জাতীয় পার্টি নেতা- মোঃ সাদেক (মেম্বার), সৈয়দ আখলাকুর রহমান, আব্দুস সালাম, জিতু মিয়া, মতিউর রহমান, আব্দুল কাইয়ুম, ছমির মিয়া, টিপু মিয়া, আজগর মিয়া, উপজেলা জাতীয় যুব সংহতির যুগ্ম আহবায়ক মকসুদ আলী, শায়েস্তাগঞ্জ পৌর জাতীয় যুব সংহতির সভাপতি কুতুব আলী, সাধারণ সম্পাদক মোশাহিদুর রহমান জাহিদ, যুবসংহতি নেতা রিপন আহমেদ, সাহাব উদ্দিন আহমদ প্রমূখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে শংকর পাল বলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব আতিকুর রহমান আতিকের দিক-নির্দেশনায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই সংগঠনের নেতাকর্মিকে হবিগঞ্জ-লাখাই আসনের তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরো সু-সংগঠিত করে সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদের হাতকে আরো শক্তিশালী করতে হবে।