শনিবার, ২৪ মে ২০২৫, ০৮:১১ পূর্বাহ্ন

চুনারুঘাটে আখ ও কলাগাছ নিধন বাধা দেয়ায় হামলায় ১জন আহত ট্রাক্টর বোঝাই আখসহ আটক দুই

  • আপডেট টাইম সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৪৩২ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের সোনাচং এলাকার খোয়াই চরে আখ ও কলাগাছ নষ্ট করেছে একদল দুর্বৃত্ত। এসময় বাধা দিতে গিয়ে হামলায় ১ জন আহত হয়েছে। পরে পুলিশ এসে ২ জনকে আটক করে। আটককৃতরা হচ্ছে-বাসুল্লা গ্রামের নোমান মিয়া ও ফয়সল মিয়া। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-গত শুক্রবার রাতে সোনাচং গ্রামের আব্দুল হাই ও আব্দুর রাজ্জাকের মালিকানাধীন আখ ক্ষেত থেকে বসন্তপুর গ্রামের আব্দুল মন্নানের ছেলে মিজান মিয়া ও বাসুল্লা গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে আব্দুল হাসিমের নেতৃত্বে ৫০/৬০জনের একদল লোক আখ কাটতে থাকে এবং আশপাশের শতাধিক কলাগাছ নিধন করে। টের পেয়ে জমির মালিক ফাইজুদ্দিন মোঃ আব্দুল হাইসহ লোকজন বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের হামলায় আব্দুল হাই (৫৫) আহত হয়। পরে খবর পেয়ে চুনারুঘাট থানার এস আই আবুল কাশেমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক্টর বোঝাই আখ ও দুই জনকে আটক করে থানায় নিয়ে আসেন। এ ব্যাপারে ফাইজুদ্দিন মোঃ আব্দুল হাই বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে চুনারুঘাট থানায় গতকাল শনিবার একটি মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com