শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৫:১২ অপরাহ্ন

অলিপুরে চেকপোষ্টে পুলিশী তল্লাশি ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ জুন, ২০১৭
  • ৭৪৩ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ অলিপুরে পুলিশের চেকপোষ্টে তল্লাশিকালে ইয়াবাসহ জালাল মিয়া নামে এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। আটক জালাল মিয়া মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ভেঙ্গাডাবা গ্রামের মৃত ফজর আলীর পুত্র। গতকাল বৃহস্পতিবার ভোর রাত ৪টার দিকে তাকে আটক করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ভোরে অলিপুর রেলগেইট এলাকায় হাইওয়ে পুলিশ চেকপোষ্ট বসিয়ে যানবাহন তল্লাশি করে। এ সময় শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি জসিম উদ্দিনের নেতৃত্বে থানার পুলিশ জালাল মিয়ার শরীর তল্লাশি করে ২৪৯ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে।
সূত্রে জানা গেছে, জালাল মিয়া দীর্ঘদিন ধরে মাধবপুর উপজেলার সায়হাম নিট কম্পোজিট গার্মেন্টস এর টুকরা কাপড় ক্রয় করে বস্তার ভিতরে ভারতীয় গাঁজা, ফেনসিডিল, ইয়াবাহ ভরে ট্রাকযোগে গাজীপুর, ঢাকা ও নরসিংদীসহ বিভিন্ন এলাকায় পাচার করছে। গত ৩১ মে নরসিংদী এলাকায় টুকরা কাপড় বস্তা থেকে ১৫ কেজি গাঁজা বিক্রি করার সময় স্থানীয় জনতা জালাল মিয়াকে আটক করে গণপিটুনি দিয়ে ছেড়ে দেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com