বানিয়াচং প্রতিনিধি ॥ সিলেট কতোয়ালী থানায় দায়েরকৃত দ্রুত বিচার আইনে দায়েরকৃত মামলার অন্যতম ২ বছরের সাজাপ্রাপ্ত আসামীকে শ্রীমঙ্গল থেকে গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ। গত বুধবার রাতে বানিয়াচং থানার অফারেশন অফিসার এসআই ওমর ফারুক, এএসআই প্রদীপসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শ্রীমঙ্গল সিএনজি ষ্ট্রেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।
পুলিশ জানায়, দ্রুত বিচার আইনের মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী ৮নং খাগাউড়া ইউনিয়নের ইমামবাড়ী তাজপুর এলাকার আব্দুল আওয়াল এর ছেলে আব্দুল আলীকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্র আরো জানা যায়, ২০১০ সালে সিলেট কতোয়ালী থানায় (জিআর নং -৯৫১/১০) দ্রুত বিচার আইনের মামলার অন্যতম আসামী আব্দুল আলীর বিরুদ্ধে ২০১১ সালে ২ বছরে কারাদন্ড, ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাসের কারাদন্ড প্রদান করেন বিজ্ঞ আদালত। সাজা হওয়ার পর থেকেই সে পালিয়ে বেড়াচ্ছিল।