শনিবার, ২৪ মে ২০২৫, ০৫:১৫ পূর্বাহ্ন

দক্ষিণ তেঘরিয়ায় আমোদ ফুর্তি করতে গিয়ে নৈশ প্রহরীসহ কিশোরী আটক

  • আপডেট টাইম শনিবার, ২৫ মার্চ, ২০১৭
  • ৪৮৮ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের দক্ষিণ তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমোদ ফুর্তি করতে গিয়ে নৈশ প্রহরীসহ কিশোরীকে আটক করেছে পুলিশ। গত কৃহস্পতিবার গভীররাতে সদর থানার এসআই রুহুল আমিনের নেতৃত্বে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হল বিদ্যালয়ের নৈশ প্রহরী তেঘরিয়া গ্রামের সিরাজ মিয়ার পুত্র হায়দার আলী (৩০) ও শায়েস্তাগঞ্জ রেল কলোনীর হানিফ উল্লার কন্যা রিমা আক্তার (১৬)। এ সময় হায়দার আলীর সহযোগি পালিয়ে যায়। থানায় আটককৃতরা জানায়, ১ মাস আগে রং নাম্বারে তাদের পরিচয় হয়। এর সূত্র ধরে সে হায়দার আলীর সাথে সম্পর্কে জড়ায়। ওইদিন রাতে হায়দার আলীর সাথে সে দেখা করতে এসেছিল। এ ঘটনায় সদর থানার এসআই রুহুল আমিন বাদি হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেছেন। গতকালই তাদের কারাগারে প্রেরণ করা হয়। এ ব্যাপারে ওসি ইয়াছিনুল হক জানান, অনৈতিক কাজের দায়ে তাদের আটক করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com