শনিবার, ২৪ মে ২০২৫, ০৯:৩৮ পূর্বাহ্ন

ডাক্তারের ভুল চিকিৎসায় গৃহবধুর মৃত সন্তান প্রসব

  • আপডেট টাইম শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৪১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া কমিউনিটি ক্লিনিকে ডাক্তার দেখিয়ে এক গৃহবধু মৃত সন্তান প্রসব করেছেন। গত বুধবার বিকালে হবিগঞ্জ সদর হাসপাতালের গাইনি বিভাগে তিনি মৃত সন্তান প্রসব করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, ওই গ্রামের কিম্মত আলীর স্ত্রী ৮ মাসের অন্তস্বত্তা রতœা বেগম সম্প্রতি জ্বরে আক্রান্ত হলে তাকে নিয়ে যাওয়া হয় তেঘরিয়া কমিউনিটি ক্লিনিকে। এখানের ডাঃ আমিনুল ইসলাম তাকে পরীক্ষা নিরীক্ষা শেষে ব্যবস্থাপত্রের মাধ্যমে ঔষধ দেন। এ ঔষধ সেবনের পর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। রতœা তার গর্ভে সন্তানের অস্থিত্ব টের না পেয়ে ফের ওই ডাক্তারের নিকট সরনাপন্ন হন। এ সময় ডাক্তার তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। কিন্তু কিম্মত আলী তার স্ত্রীকে নিয়ে যান শহরের শায়েস্তানগর এলাকার মাদারকেয়ার ডায়াগনষ্টিক সেন্টারের গাইনী বিশেষজ্ঞ নাজমা আরা বেগমের নিকট। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর তিনি তাদের বলেন, রতœার গর্ভের সন্তান মারা গেছে। হাসপাতালে নিয়ে প্রসব করাতে হবে। গত মঙ্গলবার সন্ধ্যায় গৃহবধু রতœাকে হবিগঞ্জ সদর হাসপাতালের গাইনী ওয়ার্ডে ভর্তি করা হয়। বুধবার বিকালে রতœা একটি মৃত বাচ্চা প্রসব করেন। এ বিষয়ে ডাঃ আমিনুল বলেন, তিনদিন আগে ওই গৃহবধুকে তার স্বামী ক্লিনিকে নিয়ে এসেছিলেন। পরীক্ষার পর আলট্রাসনোগ্রামে দেখা যায় বাচ্চা নড়াচড়া করছে না। এই অবস্থায় তাদেরকে সদর হাসপাতালে ভর্তির পরামর্শ দেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com