শুক্রবার, ১৬ মে ২০২৫, ১১:৫৫ অপরাহ্ন

জেলা যুবলীগের উদ্যোগে সাবেক অর্থমন্ত্রী কিবরিয়ার মৃত্যুবার্ষিকী পালিত

  • আপডেট টাইম শনিবার, ২৮ জানুয়ারী, ২০১৭
  • ৪৬৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ১২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, শোক র‌্যালি, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে জেলা যুবলীগ সভাপতি মোঃ আতাউর রহমান সেলিমের নেতৃত্বে যুবলীগ নেতৃবৃন্দ সদর উপজেলার বৈদ্যের বাজারে কিবরিয়ার স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পন শেষে শোক র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে স্মৃতিসৌধ প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুবলীগ সভাপতি মোঃ আতাউর রহমান সেলিম।
এ সময় তিনি বলেন, কিবরিয়া হত্যাকান্ডের এক যুগ পূর্তি হয়েছে। আমরা প্রতিবছরই এখানে আসি এবং ফুল দিয়ে শহীদ কিবরিয়ার প্রতি সম্মান প্রদর্শন করি। অথচ লোমহর্ষক এ হত্যাকান্ডের ১২ বছর অতিবাহিত হলেও এর বিচার এখনো শেষ হয়নি। এ সময় তিনি কিবরিয়া হত্যাকান্ডের দ্রুত বিচার দাবি জানান।
আলোচনা সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন শওকত আকবর সোহেল, আব্দুর রউফ, হাজী ওয়াহিদুজ্জামান, বিপ্লব রায় চৌধুরী, শফিকুজ্জামান হিরাজ, তাউছ মিয়া, আব্দুল হাকিম, সুজিত চন্দ্র গোপ সুবল, মোঃ জামাল মিয়া, বদরুল আলম, শাহরিয়া সুমন, মহিউদ্দিন চৌধুরী সুমন, সবুজ আহমেদ, ধ্র“বক কান্তি দাশ, ইমতিয়াজ জাহান, জুয়েলুর রহমান, শান্তনু দাশ অলক, জাকির হোসেন, জাহাঙ্গীর আলম, সাদেকুর রহমান তৈয়ব, শেখ নোমান আহমেদ, আছকির ও ফরিদ মিয়া প্রমুখ। জুম্মার নামাজের পর হবিগঞ্জ কোর্ট মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com