মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে অসামাজিক লিপ্ত থাকার অভিযোগে নারী-পুরুষ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোররাতে হরিনখোলা গ্রামের মাসুম মিয়ার বাড়ী থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, ব্রাহ্মনবাড়ীয়া জেলার আখাউড়া উপজেলার সিঙ্গারবিল গ্রামের মৃত আলী হোসেনের মেয়ে সাবেরা বেগম (২৫) ও পাবনা জেলার সাথিয়া উপজেলা উপজেলার বিষ্ণুপুর গ্রামের জমত আলীর ছেলে নজরুল ইসলাম নয়ন (৩০)। গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার এসআই মমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ হরিনখোলা গ্রামের মাসুম মিয়ার বাড়ীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।