বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০৭:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে-তারেক রহমান হবিগঞ্জে অর্ধকোটি টাকার মালামাল ও যানবাহন আটক করেছে বিজিবি স্কুল ছাত্রী অপহরণের দেড় মাস পর চট্টগ্রাম থেকে উদ্ধার বানিয়াচংয়ে কর্মরত কর্মকর্তাদের সাথে সিলেট বিভাগীয় কমিশনারের মতবিনিমময় সভা অনুষ্ঠিত আউশকান্দিতে প্রবাসীর জায়গা দখলের চেষ্টার অভিযোগ মাধবপুরে ১৫’শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামিল গ্রেফতার শায়েস্তাগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শহরে বিদ্যুতের ভেলকিবাজি ব্যবসায়ী নেতৃবৃন্দের সাংবাদিক সম্মেলন ॥ হবিগঞ্জ চেম্বারে প্রশাসক নিয়োগ ও নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের দাবী

মাধবপুরে সোনাই নদীর বিকল্প সেতুতে মারাত্মক যানজট

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০১৬
  • ৬৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলা সদরে সোনাই নদীর ওপর নির্মিত বিকল্প সেতুতে ভারী যানবাহন আটকে মারাত্মক যানজটের সৃষ্টি হয়। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ভারী মালবাহী একটি ট্রাক উঠলে সোনাই নদীর বিকল্প সেতুর প্লেট সরে গিয়ে ব্রিজের পাশে বিকল হয়ে পড়ে। এতে বিকাল ৪টা পর্যন্ত রাস্তার দুই পাশে শত শত যানবাহন আটকে মারাত্মক যানজটের সৃষ্টি হয়।
বিকল্প বেইলি সেতু দিয়ে সর্বোচ্ছ ১৪ টন ওজনের যানবাহন চলাচলের নিয়ম থাকলেও এ নিয়মনীতি উপেক্ষা করে প্রতিদিনই মাত্রাতিরিক্ত পাথরবাহী যানবাহনসহ ৭০ টন ওজনের ভারী যানবাহন ওই সেতু দিয়ে চলাচল করছে। মাধবপুর সোনাই নদীর ব্রিজ মেরামতের ঠিকাদারি প্রতিষ্ঠান রানা বিল্ডার্সের প্রকৌশলী জামাল উদ্দিন বলেন, গত বছরের ডিসেম্বরে এ সেতুর নির্মাণ কাজের কার্যাদেশ পাওয়া যায়। বর্ষা মৌসুমে মাটির বাঁধ দিয়ে প্রথম বিকল্প সেতু তৈরি করা হয়।
এ কারণে পার্শ্ববর্তী হাওর অঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে কৃষকের শত শত একর পাকা ধান বিনষ্ট হওয়ার উপক্রম হলে এলাকার কৃষকদের চাপের মুখে মাটির বিকল্প ভেঙে দেয়া হয়। পরে ঢাকা-সিলেট মহাসড়কের যান চলাচল স্বাভাবিক রাখতে একটি বেইলি ব্রিজ স্থাপন করা হয়।
এ ব্রিজের ওপর দিয়ে ১৪ টনের বেশি ওজনের গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। এরপরও রাতদিন বিকল্প সেতুর ওপর দিয়ে ৭০ টন ওজনের পাথরবাহী ট্রাকসহ ভারী যানবাহন চলাচল অব্যাহত রয়েছে। যে কারণে ব্রিজের গোড়ায় প্রায়ই ভারী যানবাহন আটকে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে।
প্রকল্প ব্যবস্থাপক মহিউদ্দিন বুলবুল জানান, ৩৮ লাখ টাকা ব্যয়ে সোনাই নদীর পুনঃ মেরামতের কাজ এ বছরের জানুয়ারি থেকে শুরু হয়। মূল সেতুর মেরামতের কাজ প্রায় শেষ দিকে। অল্পদিনের মধ্যেই এটি খুলে দেয়া হবে।
ব্রিজটি চালু হলে যানজটের সমস্যা থাকবে না। ভারী যানবাহন নিয়ন্ত্রণ না করতে পারলে বেইলি ব্রিজ পুরো দেবে গিয়ে ঢাকার সঙ্গে সিলেটের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।
সড়ক ও জনপথের উপসহকারী প্রকৌশলী সেকশন অফিসার শামীম আহসান জানান, ওজন নিয়ন্ত্রণের জন্য উপজেলার জগদীশপুর তেমুনিয়ায় একটি ওজন নিয়ন্ত্রণ কেন্দ্র থাকলেও এটি এখন বন্ধ রয়েছে। যে কারণে ভারী যানবাহন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি জাকির হোসেন পিপিএম বলেন, ওই সেতু দিয়ে ভারী যানবাহন চলাচলের নিষেধাজ্ঞার বিষয়টি জানিয়ে বিভিন্ন পরিবহন সেক্টরে চিঠি দেয়া হয়েছে। ভারী যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com