শনিবার, ২৪ মে ২০২৫, ০৫:৩৬ অপরাহ্ন

হবিগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদ্যাপিত

  • আপডেট টাইম সোমবার, ৩ অক্টোবর, ২০১৬
  • ৪৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শনিবার হবিগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদ্যাপিত হয়েছে। হবিগঞ্জ জেলা প্রবীণ হিতৈষী সংঘের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল, র‌্যালি ও আলোচনা সভা। কালেক্টরেট প্রাঙ্গণ থেকে ব্যান্ডপার্টিসহ একটি র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে হবিগঞ্জ প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংঘের সভাপতি মোঃ শরীফ উল্লাহ। সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামছুদ্দিন আহমেদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ এমরান হোসেন। বিশেষ অতিথি ছিলেন, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলহাজ্ব এডঃ মোঃ আমির হোসেন, অরবিন্দু দাশ, সাবেক অধ্যক্ষ একরামুল ওয়াদুদ, মোঃ আব্দুল আলী প্রমুখ। ‘বয়স বৈষম্যের বিরুদ্ধে রুখে দাড়ান’ প্রতিপাদ্য বিষয়ের উপর অন্যান্যের মধ্যে আলোচনা করেন, সুজিত কুমার বণিক, মোঃ কাশেম আলী, ডাঃ অসিত রঞ্জন দাশ, অধ্যাপক গোকুল চন্দ্র দাশ, মোঃ ফিরোজ চৌধুরী, সমাজসেবার উপ-পরিচালক মোঃ হাবিবুর রহমান, মোঃ বদর উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com