শনিবার, ২৪ মে ২০২৫, ০৫:০১ পূর্বাহ্ন

চুনারুঘাটে ইউনিয়ন নির্বাচনের আমেজ ॥ জমে উঠেছে প্রচারণা

  • আপডেট টাইম বুধবার, ২৫ মে, ২০১৬
  • ৩৭৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ আগামী ৪ জুন শনিবার সকাল ৮ ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত দিনব্যাপী চুনারুঘাট উপজেলায় আসন্ন ইউনিয়ন নির্বাচনের আমেজে প্রার্থীদের প্রচারণা বেশ জমে উঠেছে। সরেজমিনে গিয়ে জানা যায়, চুনারুঘাট উপজেলার ১০টি ইউনিয়নে বর্তমান ক্ষমতাশীনদল আওয়ামীলীগের নৌকা প্রতীকে প্রার্থীরা প্রচারণায় এগিয়ে আছে। প্রচারণায় পিছিয়ে পড়েছে জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীকে প্রার্থীরা। সমান তালে প্রচারণা চালিয়ে যাচ্ছেন জাতীয় পার্টির (এরশাদ) এর লাঙ্গল প্রতীকে প্রার্থীরা, স্বতন্ত্রসহ বিদ্রোহী প্রার্থীরা।
চুনারুঘাট উপজেলার ১০টি ইউনিয়ন নির্বাচনকে নিয়ে প্রতিদিন আলোচনা হচ্ছে চায়ের দোকান থেকে শুরু করে হাট-বাজারে, গ্রাম-গঞ্জে, বাড়ি বাড়ি, ছোট-বড় সকল মানুষের মুখে মুখে। প্রার্থীরা মিছিল, মিটিং, উঠান বৈঠক, বিভিন্ন বাজারে মাইক ব্যবহার করে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। উপজেলার ১০টি ইউনিয়নে ছেয়ে গেছে প্রার্থীদের বিভিন্ন প্রতীকে ব্যানার ও পোস্টারে। ইউনিয়ন নির্বাচনে মেম্বার ও মহিলা মেম্বার প্রার্থীরাও প্রচারণায় পিছিয়ে নেই। উপজেলার ইউনিয়ন নির্বাচনে প্রার্থীদের দিন-রাত ঘুম নেই। সারাদিন ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রার্থীরা ভোট ও দোয়া, আশির্বাদ কামনা করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com