শনিবার, ২৪ মে ২০২৫, ০৪:০৩ পূর্বাহ্ন

হকার্স মার্কেটের টাকার হিসাব নিয়ে দুই পক্ষের সংঘর্ষ

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ এপ্রিল, ২০১৬
  • ৫৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর হকার্স মার্কেটের টাকার হিসাব নিয়ে নতুন কমিটির ও পুরাতন কমিটির লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনাটি ঘটে। স্থানীয় সুত্রে জানা যায়, সাবেক কমিটির সভাপতি বাবুল মিয়া, সহ সভাপতি সামছু মিয়া নব গঠিত কমিটির সভাপতি ও সহ সভাপতির মাঝে হিসাব দেয়া ও নেয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে দুই জন আহত হন। এ সময় আতংকে ওই এলাকার দোকানপাট বন্ধ হয়ে যায়।
সরেজমিনে ওই কমিটির কয়েকজন ব্যবসায়ী জানান, হিসাব নিকাশ নিয়ে দুই পক্ষের মধ্যে এ ঘটনাটি ঘটে। তবে যে কোন সময় আবারও ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com