শনিবার, ২৪ মে ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন

নবীগঞ্জে সাংবাদিক কিবরিয়া চৌধুরীকে প্রাণ নাশের হুমকি

  • আপডেট টাইম শনিবার, ৩০ জানুয়ারী, ২০১৬
  • ৪৯১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জের সিনিয়র সাংবাদিক, দৈনিক হবিগঞ্জ জনতার এক্সপ্রেস পত্রিকার স্টাফ রিপোর্টার কিবরিয়া চৌধুরীকে প্রান নাশের হুমকি দেওয়া হচ্ছে।
জানা যায়, উপজেলার কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামের জয়নাল ও তার ভাই জামালের বিভিন্ন অনিয়ম দুনীর্তির বিরুদ্ধে সাংবাদিক কিবরিয়া চৌধুরী বিভিন্ন জাতিয়, স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে দীর্ঘদিন যাবৎ প্রানে হত্যার হুমকি দিয়েছে আসছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় জয়নাল সাংবাদিক কিবরিয়া চৌধুরী মোবাইল ফোনে ০১৭১৫-৫১৮৭৭৬ থেকে ফোন করে অশ্লীল ভাষায় গালিগালাজ করে প্রান নাশের হুমকি দেয়।
এ ব্যাপারে সিনিয়র সাংবাদিক কিবরিয়া চৌধুরী বলেন, আমাকে প্রতিনিয়ত জয়নাল ও তার ভাই জামাল বিভিন্নভাবে হুমকি প্রদান করে আসছে। আমি বর্তমানে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। এবং রাতে পত্রিকার সংবাদের কাজ শেষে বাড়ি ফেড়ার পথে কুর্শি-গোপলার সড়কে জয়নাল, জামাল সহ বেশ কয়েকজন বখাটে রাস্তায় ব্যারিকেট দিয়ে বসে থাকে।
এ ব্যাপারে সংসদ সদস্য, ইউপি চেয়ারম্যান সহ বিশিষ্ট ব্যক্তি বর্গ অবগত রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com