শনিবার, ২৪ মে ২০২৫, ০১:৪৮ অপরাহ্ন

এমপি আবু জাহির গোল্ডকাপ ফুটবলে নারায়নগঞ্জের জয়

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০১৬
  • ৪৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ এমপি আবু জাহির গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ২য় খেলায় জয়লাভ করেছে নারায়নগঞ্জ জেলা দল। গতকাল হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে ট্রাইবেকারে তারা ৫-৪ গোলে নোয়াখালী জেলাকে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলাটি গোলশুন্য ড্র হয়।
এর আগে খেলোয়াড়দের সাথে পরিচিত হন স্থানীয় সরকারের উপ-পরিচাল আবদুর রউফ। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, দৈনিক খোয়াই সম্পাদক শামীম আহছান, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ফরহাদ হোসেন কলি, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারন সম্পাদক এডঃ সুলতান মাহমুদ, কোষাধ্যক্ষ এডঃ শাহ ফখরুজ্জামান, আব্দুল মোতালিব মমরাজ, মঈন উদ্দিন তালুকদার সাচ্চু, হুমায়ুন কবির চৌধুরী শাহেদ, জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি শহিদুর রহমান লাল, ছালেহ আহমেদ ও আবুল কাশেম। জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত টুর্ণামেন্টের পরবর্তি খেলায় ১৭ জানুয়ারী মুখোমুখি হবে মৌলভীবাজার জেলা বনাম ঢাকা জেলা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com