স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে ২০ দলীয় জোটের মেয়র প্রার্থী আলহাজ্ব জি কে গউছের সমর্থনে ব্যাপক গণসংযোগ করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গতকাল রবিবার বিকালে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি শাম্মী আক্তারের নেতৃত্বে শহরের আশরাফ জাহান থেকে শুরু করে বিভিন্ন এলাকায় গণসংযোগ করা হয়। গণসংযোগকালে চৌধুরী বাজার ট্রাফিক পয়েন্ট ও সবুজবাগ এলাকায় ২টি পথসভা অনুষ্ঠিত হয়।
সভায় ডাঃ সাখাওয়াত হাসান জীবন বলেন- সরকার বিরোধী আন্দোলনের অংশ হিসেবে বিএনপি এই পৌর নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে বেচে নিয়েছে। আওয়ামী বাকশারী সরকারের কারনে দেশের মানুষ দীর্ঘ দিন যাবত ধানের শীষে ভোট দিতে পারেনি। তাই পৌর নির্বাচনকে কেন্দ্র করে হবিগঞ্জে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে।
সাবেক এমপি শাম্মী আক্তার বলেন- দেশের সবচেয়ে জনপ্রিয় একটি বৃহৎ রাজনৈতিক দল বিএনপি মনোনীত মেয়র প্রার্থী জি কে গউছ টানা দুইবারের নির্বাচিত মেয়র। জি কে গউছ উন্নয়ন দিয়ে হবিগঞ্জ পৌরসভার চেহারা পাল্টে দিয়েছেন। অথচ আওয়ামীলীগের পৌর চেয়ারম্যান গত ২৫টি বছর কি করেছেন তা পৌরবাসী অবগত আছেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে গউছকে ভোট দেবার জন্য তিনি পৌরবাসীর প্রতি আহŸান জানান।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহ-সভাপতি এডঃ মঞ্জুর উদ্দিন শাহীন, সাংগঠনিক সম্পাদক এডঃ এনামুল হক সেলিম, কোষাধ্যক্ষ হাজী এনামুল হক, জেলা যুবদলের সভাপতি আজিজুর রহমান কাজল, মাহবুবুর রহমান আউয়াল, সৈয়দ রিয়াজ, মিয়া মোঃ ইলিয়াছ, এডঃ আব্দুল হাই, সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, জমরুত আলী, এম এম মান্নান, আলহাজ্ব আব্দুল কাদের চৌধুরী সোহেল, ক্বারী কবির হোসেন, এডঃ কামরুল হাসান চৌধুরী, শাহ আলম চৌধুরী মিন্টু, আব্দুল কালাম আজাদ টিপু, মাওলানা কাশেম বিলাহ নোমান, শামছুল ইসলাম মতিন, তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, আমিনুল ইসলাম বাবুল, জালাল আহমেদ, অধ্য মিজানুর রহমান চৌধুরী, জাহেদুল আলম চৌধুরী জাক্কু, মর্তুজা আহমেদ রিপন, মহিবুর রহমান টিপু, কুতুব উদ্দিন ভান্ডারী, এডঃ আব্দুল কাদির, এডঃ সামিউল আলম, এডঃ মিজানুর রহমান, নুরজাহান বেগম, সুরাইয়া আক্তার রাখি, আবুল কালাম আজাদ, শামছুল হক তালুকদার, এখলাছ তালুকদার, তুহিন খান প্রমুখ।