শনিবার, ২৪ মে ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ন

হবিগঞ্জ-২ আসনে এমপি প্রার্থী রূপকের নির্বাচনী সভায় হামলা ভাংচুর ॥ সভা পণ্ড

  • আপডেট টাইম রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৩
  • ৫৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দশম জাতীয় নির্বাচনে বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের স্বতন্ত্র প্রার্থী আফছর আহমদ রূপকের নির্বাচনী সভায় হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় রূপকের উপরও হামলা চালানো হয়। এতে কয়েকজন আহতও হয়েছেন। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল সন্ধ্যার আগ মূহুর্তে বানিয়াচং সদরের আদর্শ বাজারে রূপকের নির্বাচনী সভায় হামলার ঘটনাটি ঘটে। আফছার আহমেদ রূপক জানান-গতকাল সন্ধ্যায় বানিয়াচং সদরের আদর্শ বাজারের মসজিদ সংলগ্ন স্থানে তাঁর নির্বাচনী সভা চলছিল। এ সময় ১৫/২০ জন যুবক অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা সভার চেয়ার ভাংচুর করে। এ সময় সভায় উপস্থিত লোকজন দিগি¦দিক ছুটোছুটি করে পালিয়ে যায়। এলাকায় আতংক দেখা দেয়। এ ঘটনার পর সভা পণ্ড হয়ে যায়। পরে খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্দেহজনকভাবে আনসার আলী নামে এক যুবককে আটক করে। ইতিপূর্বে শুক্রবারেও আফছার আহমেদ রূপকের মাইক ভাংচুর করা হয়।
এ আসনে এডভোকেট আব্দুল মজিদ খান এমপি আওয়ামীলীগ, শংকর পাল জাতীয় পার্টি, সাংবাদিক (আমাদের সময় পত্রিকার সিনিয়র রিপোর্টার) আফছর আহমদ রূপক স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এ ব্যাপারে আফছার আহামেদ রূপক জানান, তিনি রিটার্নিং অফিসার (জেলা প্রশাসক) ও হবিগঞ্জের পুলিশ সুপার এর নিকট মোবাইলে অভিযোগ করেছেন। এছাড়া এ বিষয়ে ছাত্রদল নেতা সোহেলসহ ক’জন নেতা-কর্মীকে আসামী করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলেও তিনি জানান। থানা পুলিশ অভিযোগ পাওয়ার পর সোহেলকে গ্রেফতারে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালিনা করছে বলে অফিসার ইনচার্জ সামছুল আরেফীন জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com