শনিবার, ২৪ মে ২০২৫, ০৯:১৯ অপরাহ্ন

সালাউদ্দিন কাদের ন্যায় বিচার থেকে বঞ্চিত-বিএনপি

  • আপডেট টাইম শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫
  • ৫২০ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ ‘সালাউদ্দিন কাদের চৌধুরী মৌলিক ও মানবাধিকার থেকে বঞ্চিত হয়েছেন। তিনি নিজেকে নির্দোষ প্রমাণে যেসব দালিলিক প্রমাণ উপস্থাপন করেছেন, সেগুলো বিবেচনায় নিলে হয়ত ন্যায়বিচার পেতেন, ফাঁসি হতো না। বৃহস্পতিবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র আসাদুজ্জমাান রিপন এসব কথা বলেন। তিনি বলেন, ফাঁসির দন্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরী ‘রাজনৈতিক প্রতিহিংসার’ শিকার হয়েছে। তিনি ন্যায় বিচার পাননি। তাকে অপরাধী বিবেচনায় না নিয়ে, রাজনৈতিক বিবেচনায় নেওয়া হয়েছে। তিনি পারসিকিউশনের (প্রতিহিংসা) শিকার হয়েছেন।’
উল্লেখ্য, মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের দায়ে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে সালাউদ্দিন কাদের চৌধুরীর দন্ড কার্যকরে আর আইনি বাধা থাকল না। নিয়ম অনুযায়ী তিনি এখন কেবল নিজেদের কৃতকর্মের জন্য অনুতাপ প্রকাশ করে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারবেন। এ বিষয়টির নিষ্পত্তি হলে সরকার দন্ড কার্যকর করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com