প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ শহরের দক্ষিণ অনন্তপুর ও মাহমুদাবাদ আবাসিক এলাকার শান্তি শৃংখলা রক্ষা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আলতাব উদ্দিনের স্মরণে এক শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় কমিটির কার্যালয়ে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন, মাওলানা রুহুল আমীন। কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হাই’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাহফুজ আলী খান। সভায় বক্তব্য রাখেন, নাজমুল হোসেন বাচ্চু, সৈয়দ মামুনুর রশীদ, মুফতি আব্দুস শহীদ, আলহাজ্ব মাওলানা নাছির উদ্দিন, মহিবুর রহমান, নূরুল ইসলাম নানু, মাওলানা মহিউদ্দিন বেলাল, আলহাজ্ব সিরাজুল ইসলাম, হাজী সুরুজ মিয়া, আব্দুর রহিম, সাহাব উদ্দিন প্রমূখ।
উপস্থিত ছিলেন, আব্দুল বাছিত তরফদার মিঠুন, কাউছার আহমেদ বাচ্চু, এহসান চৌধুরী, জুবায়ের আহমেদ, নোমান চৌধুরী, রফিক মিয়া, আবিদুর রহমান সোহাগ, শেখ খোকন, শাহ্ মাহবুবুল আলম, ফরহাদ, সৈয়দ রাজু, আক্তার মিয়া, শোয়াইবুর প্রমূখ। সভাপ পরিচালনা করেন, শাহ্ আশিকুর রহমান ও সৈয়দ রাহাত রহমান রাফি।