শনিবার, ২৪ মে ২০২৫, ১১:২৪ অপরাহ্ন

নবীগঞ্জে শ্রী কৃষ্ণের জন্মাষ্ঠমী উদযাপনে ব্যাপক প্রস্তুতি

  • আপডেট টাইম শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০১৫
  • ৪০৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব উদযাপন কমিটি গঠিত হয়েছে। গত ২৪ আগষ্ট সন্ধ্যায় নবীগঞ্জ গৌবিন্দ্র জিউড় আখড়া প্রাঙ্গনে এক সভায় উক্ত কমিটি গঠন করা হয়। পুজা উদযাপন কমিটির সভাপতি নিখিল আচার্য্যের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সুবিনয় কর, নারায়ন রায়, সুখেন্দু রায় বাবুল, রতœদীপ দাশ রাজু প্রমূখ। সভায় ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্ঠমী যথাযথভাবে উদযাপন করার লক্ষ্যে প্রমথ চক্রবর্ত্তী বেনুকে আহ্বায়ক এবং মন্টু লাল আচার্য্য, প্রজেশ রায় নিতন, শংকর দেব, পবিত্র বনিক, বিধান ধর, অমলেন্দু সুত্রধর, নীল কন্ঠ দাশ সামস্ত নন্টি, প্রনব দেব ও গুরুপদ দাশ ময়নাকে সদস্য করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটি আগামী কাল শনিবার শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসবকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছেন। ওইদিন সকাল সাড়ে ৮টায় নবীগঞ্জ গৌবিন্দ্র জিউড় আখড়া প্রাঙ্গন থেকে মঙ্গল শুভাযাত্রা ও র‌্যালীতে অংশ গ্রহনের জন্য সনাতন ধর্মালম্বিদের প্রতি আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com