শনিবার, ২৪ মে ২০২৫, ১০:১৩ পূর্বাহ্ন

চুনারুঘাট বড়াইলে ১৪৪ ধারা ভঙ্গ করে বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট ॥ আটক ৩

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৫
  • ৩৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের বড়াইলে ১৪৪ ধারা ভঙ্গ করে বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট করা হয়েছে। বাঁধা দেয়ায় মহিলাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে এ ঘটনা ঘটে। মামলার বিবরণে জানা যায়, ওই গ্রামের মৃত সুরত আলীর পুত্র মোঃ সিরাজ আলী (৪০) এর বসত বাড়ির জায়গা লন্ডনী মৌলানা মিয়ার নির্দেশে জোরপূর্বক দখল করার পায়তারা করে আসছে মৃত সুলতান উল্লার পুত্র আব্দুল খালেক, তার লোকজন। এ ব্যাপারে সিরাজ আলী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করলে আদালত ওই জায়গার উপর ১৪৪ ধারা জারির আদেশ প্রদান করেন। এ আদেশ পেয়ে চুনারুঘাট থানা পুলিশ সরজমিনে গিয়ে ওই জায়গার উপর ১৪৪ ধারা জারি করে।  এতে উল্লেখিতরা ক্ষিপ্ত হয়ে গতকাল ওই সময় দেশীয় অস্ত্র নিয়ে সিরাজ আলীর বাড়িতে দখল করতে যায় দুর্বৃত্তরা। এ সময় তারা বাঁধা দিলে সিরাজ ও তার দুইবোনকে পিঠিয়ে আহত করে বাড়ি ঘরে লুটপাট চালিয়ে নিয়ে যায়। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে মহিলাসহ ৩ জনকে আটক করে। গতকালই তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com