মাধবপুর প্রতিনিধি ॥ সিলেট রেঞ্জে ৫ম বারের মতো শ্রেষ্ঠ উপ-পরিদর্শকের পদক পেলেন মাধবপুর থানার উপ পরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম। গতকাল সোমবার সকালে সিলেট ডিআইজি কার্যালয়ে পুলিশের মাসিক কল্যাণ সভায় সিলেট রেঞ্জের উপ-মহাপরিদর্শক মিজানুর রহমান (পিপিএম) কর্মক্ষেত্রে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার ও সম্মাননা তুলে দেন। মাধবপুর থানায় কর্মরত থাকাবস্থায় অপরাধ দমন, অপরাধী শনাক্ত, সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের গ্রেফতার ও সার্বিক আইনশৃঙ্খলা উন্নয়নে বিশেষ অবদান রাখায় তিনি এ পুরস্কারে ভূষিত হন। সভায় অতিরিক্ত ডিআইজি ড. আক্কাস উদ্দিন ভূইয়া, হবিগঞ্জের পুলিশ সুপার জয় দেব কুমার ভদ্র সহ সুনামগঞ্জ, মৌলভীবাজার, সিলেটের পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।