শনিবার, ২৪ মে ২০২৫, ১১:১৪ অপরাহ্ন

শহরে ওয়ান পয়েন্ট ব্যান্ডের উদ্বোধন উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল ॥ ক্রেতাদের জন্য সুখবর ॥ ২০% ছাড়!

  • আপডেট টাইম শনিবার, ১১ জুলাই, ২০১৫
  • ৪৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের টাউন মসজিদ রোড এলাকায়  এই প্রথম ঢাকার সুনাম ধন্য ব্যান্ড ‘ওয়ান পয়েন্ট’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় ওয়ান পয়েন্ট ব্যান্ডের উদ্বোধন উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে ফিতা কেটে ওয়ান পয়েন্ট এর শুভ উদ্বোধন করেন ওয়ান পয়েন্ট ব্যান্ডের চেয়ারম্যান সালাউদ্দিন ভূইয়া। এ সময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও রোটারিয়ান হাজী মোঃ শফিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শফিউল বারী আউয়াল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মোঃ ফরিয়াদ, মার্চেন্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি ইকরাম হোসেন, নাজমুল ষ্টোরের স্বত্ত্বাধিকারী হাজী এনামুল হক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, লিমিট ফ্যাশন হাউজের স্বত্ত্বাধিকারী মোঃ আব্দুর রাজ্জাক, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারন সম্পাদক মহিউদ্দিন চৌধুরী পারভেজ, ডাঃ এম আবরার জাবের, এডভোকেট ফারুক আহমেদ, এডভোকেট আজিজুর রহমান আজিজ, জেলা বাস মালিক সমিতির সহ-সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ, সদর উপজেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ রাজু আলী, মোঃ জাফর আলী, এডঃ সেলিম, এডঃ খোকন, এডঃ জাদিল, আলমপনা চৌধুরী মাসুদ, মোঃ নাসির, শফিক স্টোরের স্বত্ত্বাধিকারী হুমায়ূন কবির শফিক, আল মদিনা স্টোরের স্বত্ত্বাধিকারী মোঃ শামছু মিয়া, সিপি ফাইভ স্টার ও ওয়ান পয়েন্ট এর পার্টনার আনোয়ারুল হক সোহাগ সহ বিশিষ্ট ব্যবসায়ী ব্যক্তিবর্গ। এদিকে, ওয়ান পয়েন্ট ও লিমিট এর স্বত্ত্বাধিকারী মোঃ মকসুদুর রহমান উজ্জল জানান, ওয়ান পয়েন্ট এর শুভ উদ্বোধন উপলক্ষে ক্রেতাদের জন্য আজ শনিবার পর্যন্ত ২০% ছাড় রয়েছে। ওয়ান পয়েন্ট ব্যান্ডের শো-রুমে পাঞ্জাবী, হাফ-শার্ট, ফুল-শার্ট, ফরমাল শার্ট, ফতোয়া, প্যান্ট ও পাজামা পাওয়া যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com