নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে বিষপানে জুবেল মিয়া (১৮) নামে এক যুবক আত্মহত্যা করেছ। আত্মহননকারী জুবেল মিয়া বাগাউড়া গ্রামের হিলাল উদ্দিনের ছেলে। গত বুধবার রাত ৮ টার দিকে জুবেল মিয়া বিষপান করে। বিষাক্রান্ত অবস্থায় তাকে উপজেলা সদর হাসপাতালে নিয়ে আসলে তার অবস্থার অবনতি ঘটে। পরে তাকে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে সে মারা যায়। তার আত্মহত্যার কারণ জানা যায়নি।