শনিবার, ২৪ মে ২০২৫, ০৯:৫৯ পূর্বাহ্ন

লাখাইয়ের পল্লীতে দুর্ধর্ষ ডাকাতি দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৩
  • ৪৮৩ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাইয়ের পল্লীতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ দেড় লক্ষাধিক টাকার  মালামাল লুট করে নিয়ে গেছে। গত মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার রাঢ়িশাল গ্রামের বিচিত্র দাসের বাড়িতে এ ডাকাতির ঘটনাটি ঘটেছে। বিচিত্র দাস জানান ৮/১০ জনের একদল মুখোশ পরিহীত ডাকাত দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। পরে ডাকাতরা সারা ঘর তছনছ করে ৩ ভরি স্বর্ণ, নগদ ১০ হাজার টাকা ও ২টি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে। এ ব্যাপারে লাখাই থানার ওসি নাজিম উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি এ ঘটনা সম্পর্কে অবগত নন বলে জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com