শনিবার, ২৪ মে ২০২৫, ১২:৫২ অপরাহ্ন

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি অভিবাসিরা নিরাপত্তাহীনতায়

  • আপডেট টাইম রবিবার, ১৯ এপ্রিল, ২০১৫
  • ৪৮১ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ এবার দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশি অভিবাসিরা আতংকে দিন কাটাচ্ছেন। গত একমাস ধরে সেখানকার স্থায়ী বাসিন্দাদের হাতে অভিবাসিরা বিভিন্ন ধরনের হামলার শিকার হচ্ছেন। এরমধ্যে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলেও জানা গেছে।
আফ্রিকায় বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ী হাসানুজ্জমান তুহিন এই প্রতিবেদককে মেইলে জানান, গত ১০ বছর ধরে তিনি সেখানে রয়েছেন। মাঝে মাঝে অভিবাসিরা স্থায়ী নাগরিকদের হামলার শিকার হন। তিনি জানান, গত একমাস ধরে দক্ষিণ আফ্রিকায় অভিবাসিদের উপর অব্যাহত হামলার ঘটনায় বিদেশিদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ছে। নিরাপত্তাহীনতায় ভুগছেন সেখানে থাকা বাংলাদেশিরাও।
দেশটিতে গত কয়েকদিন ধরে অভিবাসিদের ওপর হামলা চলছে। বিদেশিরা এসে স্থানীয়দের চাকুরী দখল করছে, এমন ক্ষোভ থেকেই এই হামলার শুরু।
আফ্রিকায় বসবাসকারী আসাদ হোসেন জানান, অনেক অভিবাসি হামলায় নিহত হয়েছে, বিদেশিদের পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাট লুট হচ্ছে। কয়েকজন বাংলাদেশির দোকান লুট হয়েছে এবং স্থানীয়রা এলোপাথাড়ি এসে হামলা চালাচ্ছে। টাকাকড়ি সম্পদ নিয়ে যাচ্ছে। তারা বলে, আমরা কাজ পাইনা, তোরা আমাদের দেশে এসে ব্যবসা করছিস, তোরা যা।
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ পরিষদের সহসভাপতি মোঃ রেজাউল করীম খান ফারুক জানান, কয়েকজন বাংলাদেশির প্রতিষ্ঠানে লুটপাটের ঘটনা ঘটেছে। অন্যরাও আতংকে রয়েছেন। তিনি বলছেন, শহরের বাইরে তো বটেই, অনেক শহর এলাকাতেও দোকানপাট বন্ধ রয়েছে। বাংলাদেশ দূতাবাস থেকেও সবাইকে সাবধানে থাকার পরামর্শ দেয়া হয়েছে।
মূলত আফ্রিকান অভিবাসিদের উপর স্থানীয়দের আক্রোশ থাকলেও, অন্য বিদেশিদের উপরও হামলার ঘটনা ঘটছে। বিদেশি মালিকানার অনেক দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটের ঘটনা ঘটছে বলে জানা গেছে। যদিও হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। দেশটিতে এসব হামলার প্রতিবাদে জিম্বাবুয়ে হারারেতে কয়েক হাজার বাসিন্দা দক্ষিণ আফ্রিকান দুতাবাসের সামনে বিক্ষোভ করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com