শনিবার, ২৪ মে ২০২৫, ০৮:২৩ পূর্বাহ্ন

পুলিশের পৃথক অভিযানে গাঁজা ও চোলাই মদসহ আটক ৭

  • আপডেট টাইম রবিবার, ২২ মার্চ, ২০১৫
  • ৪৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পৃথক অভিযানে গত দু’দিনে গাঁজা ও চোলাই মদসহ ৭ জনকে আটক করেছে পুলিশ। শায়েস্তাগঞ্জ থানা পুলিশ জানায়, গতকাল শনিবার সকাল সাড়ে ১১টার দিকে গাঁজাসহ শফিকুল ইসলাম সাজু নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শায়েস্তাগঞ্জের নছরতপুর রেলগেইট এলাকা থেকে দুই কেজি গাঁজা নিয়ে হবিগঞ্জ যাবার পথে তাকে আটক করা হয়।
গতকাল শনিবার সকালে শায়েস্তাগঞ্জ থানার এসআই আতিকের নেতৃত্বে একদল পুলিশ নছরতপুর রেলগেইট এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এসময় পুলিশকে দেখে শফিকুল ইসলাম সাজু দৌড় দিলে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
এদিকে, শুক্রবার রাত ৯টায় মাতলামি করার সময় হবিগঞ্জ শহরের আনোয়ারপুর বাইপাস এলাকা থেকে যশেরআব্দা এলাকার মৃত মহানন্দ দাসের ছেলে নিরঞ্জন দাস ও সুনামগঞ্জের শাল্লা উপজেলার দ্বীপপুর গ্রামের হরিবল দাসের পুত্র জ্যোতিষ দাসকে আটক করেছে পুলিশ।
এছাড়া, শুক্রবার রাত ৮টার দিকে মাধবপুর উপজেলার জামালপুর এলাকা থেকে ২৪ লিটার চোলাই মদসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। কাশিমনগর পুলিশ ফাঁড়ির আইসি আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার কাশিমনগর-হরষপুর রেলপথের জামালপুর এলাকা থেকে তাদের আটক করে। আটককৃতরা হলেন উপজেলার হরষপুর মিনমুরী গ্রামের আব্দুল আজিদের ছেলে হাবিবুল ইসলাম, হরষপুর ঋষিপাড়া গ্রামের রজনী ঋষির ছেলে সুবল ঋষি, যোগেন্দ্র ঋষির ছেলে ধনঞ্জয় ঋষি ও যদুমন ঋষির ছেলে যামিনি ঋষি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com