শনিবার, ২৪ মে ২০২৫, ০৭:০১ পূর্বাহ্ন

মাসুদুর রহমান চৌধুরী মুবিনকে দিগন্ত ক্রীড়া চক্রের সংবর্ধনা

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৬৪৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ দিগন্ত ক্রীড়া চক্রের প্রাক্তন খেলোয়াড় যুক্তরাজ্য প্রবাসী মাসুদুর রহমান চৌধুরী মুবিনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা ক্রীড়া সংস্থায় দিগন্ত ক্রীড়া চক্র এ সংবর্ধনা প্রদান করে। এতে সভাপতিত্ব করেন দিগন্ত ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক মঈনুদ্দিন তালুকদার সাচ্চুু। এডঃ মাহফুজুর রহমান খোকন এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জিয়াউল হাসান তরফদার মাহিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া সংস্থার অন্যতম সদস্য ও ইয়াং দিগন্তের সভাপতি এডঃ বিভুৎসু চক্রবর্তী, জেলা ক্রীড়া সংস্থার সদস্য শফিকুজ্জামান হিরাজ, সদস্য হুমায়ুন কবীর শাহেদ, দিগন্ত ক্রীড়া চক্রের সহ-সভাপতি আলমপানা চৌধুরী মাসুদ, ইয়াং দিগন্তের সহ-সভাপতি উজ্জল খান, পঙ্কজ বিশ্বাস, জামিউর রহমান জামু, সৈয়দ রিয়াজ, মুজাহিদ চৌধুরী, দেলোয়ার হোসেন রানা, মিজানুর রহমান সোহেল, মইনুল ইসলাম পারভেজ, আশরাফুল আলম, তন্ময় আকন্দ, লিংকন, শওকত ও জামান প্রমুখ।
সভায় বক্তারা দিগন্ত ক্রীড়া চক্রের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সাধারণ সম্পাদক এবং ক্রিকেট কমিটির সাধারণ সম্পাদক আমিনুর রশীদ এমরানের কারামুক্তি কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com