শনিবার, ২৪ মে ২০২৫, ০৬:০৯ অপরাহ্ন

নিবন্ধন বাতিলের প্রতিবাদে জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৩
  • ৪২৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আজ্ঞাবহ নির্বাচন কমিশন কর্তৃক সরকার নির্দেশিত ছকে একতরফা নির্বাচন সম্পন্ন করার ষড়যন্ত্র ও “জামায়ত নির্বাচনে অংশ নিতে পারবে না” মর্মে দেয়া অসাংবিধানিক ও বেআইনী বক্তব্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে বেলা ২ টায় জেলা জামায়াতের সেক্রেটারী মাও: মুশাহীদ আলী, পৌর আমীর কাজী মহসিন আহমদ ও জেলা শিবিরের সভাপতি খলিলুর রহমানের নেতৃত্বে জেলা শহরে বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়েছে।
মিছিলটি শহরের শায়েস্তানগর ট্রাফিক পয়েন্ট এলাকা থেকে শুরু হয়ে টিএন্ডটি অফিসের সামনে গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়। মিছিল উত্তর পথসভায় জেলা সেক্রেটারী মাও: মুশাহীদ আলী বলেন, বর্তমান নির্বাচন কমিশন তাদের আচরণ ও ভূমিকার মাধ্যমে নিজেদের সরকারের আজ্ঞাবহ প্রতিষ্টানে পরিণত হয়েছে। সরকার তাদের নির্দেশিত ছকে নির্বাচন পরিচালনা করার জন্য তাদের একনিষ্ট কর্মীদেরকে নির্বাচন কমিশনে বসিয়ে এ সাংবিধানিক প্রতিষ্ঠানটিকে কলঙ্কিত করেছে। যেভাবে কাজ করলে সরকার খুশি হবে নির্বাচন কমিশন ঠিক সেভাবেই তাদের ভূমিকা পালন করছে।
মিছিলে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শিবিরের জেলা সেক্রেটারী আতিকুল ইসলাম সোহাগ, সাবেক জেলা সভাপতি নজরুল ইসলাম, সদর উপজেলা জামায়তের নায়েবে আমীর ডা: খন্দকার তালেব উদ্দীন, সেক্রেটারী আব্দুল জলিল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারী মীর জমিলুন্নবী ফয়সাল, হাবিবুর রহমান খাঁন, নাদির শাহ, শামসুদ্দোহা, আমজাদ হোসেন মনি, হাজী আব্দুল কুদ্দুস, আব্দুস সামাদ আজাদ, আসাদুজ্জামান সুমন, নজির আহমদ, খুর্শেদ আলী, আশরাফুল ইসলাম, মো: আব্দুল্লাহ, সাইফুল ইসলাম, হাফেজ আবু মুসা, আজহারুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com