শনিবার, ২৪ মে ২০২৫, ০৪:৩৪ অপরাহ্ন

বানিয়চং-আজমিরীগঞ্জের উন্œয়নে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে-এমপি মজিদ খান

  • আপডেট টাইম রবিবার, ২৫ জানুয়ারী, ২০১৫
  • ৫৬৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বর্তমান আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার। বিএনপি ২০ দলীয় জোট দেশে অরাজকতা সৃষ্টি করে সরকারের উন্নয়ন কাজে যতই প্রতিবন্ধকতা সৃষ্টি করুক না কেন, আমাদের উন্নয়ন কাজকে ব্যাহত করতে পারবে না, বানিয়াচং-আজমিরীগঞ্জে যতগুলো উন্নয়ন কাজ হয়েছে বিগত দিনে বিএনপি জোট সরকারের আমলে তার বিন্দুমাত্রও হয়নি। ৫ মহল্লাবাসীর দাবীর প্রেক্ষিতে আদর্শবাজার হতে বাবুর বাজার রাস্তা পাকাকরণ, কালীবাড়ী সেনপাড়া রাস্তার ব্রীজসহ বেশ কয়েকটি দাবী উত্তাপন করা হলে সে দাবীগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে বলে তিনি আশ্বস্ত করেন। আগামী ২ ফেব্র“য়ারী কোমলমতী ছাত্রছাত্রীদের এসএসসি পরীক্ষায় বিঘœ না ঘটাতে ২০ দলীয় জোটকে হরতাল, অবরোধের মতো কর্মসূচী প্রত্যহারের আহবান জানান। গতকাল বানিয়াচং সদরের ২নং উত্তর পশ্চিম ইউনিয়নের ৫ মহল্লাবাসীর উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য সাংসদ এডভোকেট আব্দুল মজিদ খান একথাগুলো বলেন। ৫মহল্লার সান সর্দার আব্দুল মুকিত লস্করের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ কাউছার আহমেদ এর পরিচালনায় এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার, ২নং উত্তর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান হায়দারুজ্জামান খান ধন মিয়া, উপজেলা আওয়ামীলীগ এর সহ-সভাপতি আহমদ লস্কর, সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া লিলু, ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক মোঃ নজরুল ইসলাম, প্রচার সম্পাদক আসাদুর রহমান খান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আব্দুল ওয়াদুদ, আ.লীগ নেতা মুক্তাকিম বিশ্বাস, যুবলীগ নেতা ছায়েব আলী , উপজেলা যুবলীগ এর সাংগঠনিক সম্পাদক মোঃ সাহিবুর রহমান, শ্রমিকলীগ সভাপতি মাহমুদ বিশ্বাস, কালীবাড়ী কমিটির সভাপতি বিদ্যুৎ কৃষ্ণ মহারতœ, উপজেলা ছাত্রলীগ এর সভাপতি আব্দুল হালিম সোহেল, কালিপদ বিশ্বাস, তাপস কৃষ্ণ মহারত প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com