শনিবার, ২৪ মে ২০২৫, ০২:৩৫ অপরাহ্ন

যুবলীগ চেয়ারম্যানের বাসায় বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল-স্মারকলিপি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০১৫
  • ৪৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর বাসায় বোমা হামলার প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে জেলা যুবলীগ। বুধবার দুপুরে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে শহরের বেবিস্ট্যান্ড এলাকায় পথসভায় বক্তব্য দেন জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন চৌধুরী, আব্দুল মালেক, পৌর যুবলীগ সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহমেদ, আবুল ফজল প্রমুখ। উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা শাহ মোহাম্মদ আরজু, নুরুল আমীন, ফজলুর রহমান খান, বিপ্লব রায় চৌধুরী, হাজী সামছু, আব্দুল হাকিম, উম্মেদ আলী শামীম, তোফাজ্জল হোসেন, ফেরদৌস আহমেদ, মোতাহের হোসেন রিজু, বিপুল রায়, আলম মিয়া, শওকত আকবর সোহেল, আব্দুর রউফ মাসুক, শফিউল্লাহ, সজল রায়, জাহির আহম্মেদ, শাহজাহান কবির, মুহিন চৌধুরী, অসিত চৌধুরী, রুহুল আমীন সিজিল, মিলন মিয়া, সৈয়দ রুজেন, সুমন চৌধুরী, কামাল আহম্মেদ, মহিউদ্দিন সোহেল, দ্রুব জ্যোতি দাস টিটো, সিরাজুল ইসলাম শান্ত, এসএম শামীম, ওয়াহিদ মনির, সারোয়ার, বাহার, শারিন, আশিক, পৌর যুবলীগ নেতা শেখ আনিছুজ্জামান, মোঃ জাহির মিয়া, এনামুল হক শাহিন, সবুজ আহমেদ, ইকবাল হোসেন খান, এম এ মামুন, জুয়েলুর রহমান, ইমতিয়াজ শাওন, মোঃ আব্দুল্লাহ, উজ্জল, ছন্দু, রাসেল, রুবেল, জাকির হোসেন, জালাল আহম্মেদ মেম্বার, কবির আনছারী, সেলিম আহম্মেদ, আহম্মদ আলী, কাইয়ূম মিয়া, আব্দুল আহাদ, আলা উদ্দিন প্রমুখ।
বক্তারা অবিলম্বে যুবলীগ চেয়ারম্যানের বাসায় বোমা হামলার সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতারের দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com