শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৭:০০ অপরাহ্ন

বৃন্দাবন কলেজ ছাত্রদল নেতা জিল্লুরকে গ্রেফতারের প্রতিবাদে নবীগঞ্জে অলিউরের নেতৃত্বে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম বুধবার, ৩১ ডিসেম্বর, ২০১৪
  • ৬৩৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদলের ১ম যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমানকে গ্রেফতারের প্রতিবাদে গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় নবীগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল হয়েছে। নবীগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক অলিউর রহমান  অলি’র নেতৃত্বে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নবীগঞ্জ নতুন বাজার মোড়ে এক পথসভায় মিলিত হয়। এতে বক্তব্য রাখেন অলিউর রহমান অলি, জুনেদ আহমেদ, তপন মালাকার, রাজিব ভট্টাচার্য্য, লেবু মিয়া, মিল্টন চৌধুরী, বাপ্পি আচার্য, জাহেদুর রহমান, উজ্জল চৌধুরী, শয়ন আহমেদ, সুকান্ত দাশ, শাকিল আহমেদ, মোজাক্কির হোসাইন, বিপ্লব মল্লিক, শুভ আহমেদ, খোকন মিয়া, দিপক কুরি, সৌরভ আহমেদ, সোহাগ গাজি, আশিক মিয়া, আহমেদ মুরাদ, রুবেল মিয়া, খয়ের মিয়া, রায়হান আহমেদ, জুটন দাশ, সাইদুর মিয়া, জিতু মিয়া, আল-আমিন, অনিক সূত্রধর, শাহজাহান, জালামিন মিয়া, দবির চৌধুরী, ফাইজুর মিয়া প্রমুখ। সভায় বক্তারা বলেন, মামলা হামলা করে জনগণের আন্দোলন বন্ধ করা যাবেনা। অবিলম্বে বৃন্দাবন কলেজ ছাত্রদলের ১ম যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান ও বাহুবল উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহিন আহমেদসহ সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তির দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com