নবীগঞ্জ প্রতিনিধি ॥ ওমান প্রবাসী স্বামীর টাকা নিয়ে বাড়ী ফিরতে পারেননি গৃহবধূ প্রীতি রানী দাশ। ঘটনাটি ঘটেছে ২১ ডিসেম্বর দুপুর সাড়ে ১২ টার দিকে উত্তরা ব্যাংকের নীচ তলায় এরশাদ শপিং কমপ্লেক্সে। নবীগঞ্জ উপজেলার পশ্চিম বড়ভাকৈর ইউনিয়নের সোনাপুর গ্রামের ওমান প্রবাসী চরিত্র মোহন দাশ নবীগঞ্জের উত্তরা ব্যাংকে স্ত্রী নামে ১৫ হাজার টাকা পাঠালে স্ত্রী প্রীতি রানী দাশ টাকা উত্তোলন করতে ব্যাংকে যান। সেখানে টাকা উত্তোলন করে ব্যাংকের নীচে আসেন। এ সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা দু’যুবক মহিলার নিকট থেকে ১৫ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে সটকে পড়ে। ঘটনার আকস্মিকতায় হতভম্ব প্রীতি রানী দাশ বিষয়টি বাজার নেতৃবৃন্দকে অবহিত করেন।