স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে বিভিন্ন হাওরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। গতকাল বুধবার বিকালে উপজেলার রত্না বাজারের প্রতাপপুর হাওরে অভিযান চালান সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ও থানার একদল পুলিশ। এ সময় ২০২৪/২৫ অর্থ বছরে হাওরে দেশীয় মাছ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মা মাছ ও পোনা মাছ নিধন বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় কারেন্ট ও রিং জাল দিয়ে মাছ নিধনের অভিযোগে জাল জব্দ করে প্রায় অর্ধ লাখ টাকার জাল পুড়িয়ে ফেলা হয়। অফিসার জানান, অভিযান নিয়মিত চলবে।