স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার খুন ও চুরি মামলার আসামীসহ তিন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। থানা সুত্রে জানা যায়, লাখাই উপজেলার জিরুন্ডা গ্রামের খুনের মামলার মোজাহিদ মিয়াসহ পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৩ আসামীকে গ্রেপ্তার করে। আসামীরা হলেন মোজাহিদ মিয়া, ডাকাত জালাল ও চোর স্বপন মিয়া। মঙ্গলবার দিবাগত রাতে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বন্দে আলীর দিক নির্দেশনায় পুলিশের উপ-পরিদর্শক প্রনয় কুমার সরকার সঙ্গীয় পুলিশ ফোর্সসহ জিরুন্ডা গ্রামে অভিযান চালিয়ে খুনের মামলার আসামী বাচ্চু মিয়ার ছেলে মোজাহিদ মিয়া (৩২) এবং অপর অভিযানে পুলিশের উপ-পরিদর্শক বিপুল চন্দ্র দেবনাথ, এএসআই জামাল ও ফিরোজ সঙ্গীয় পুলিশ ফোর্স সহ স্বজনগ্রামে অভিযান চালিয়ে গরু চুরি মামলা ও পলাতক আসামী স্বজনগ্রামের মৃত আবু মিয়ার ছেলে জালাল মিয়া (৪৩) ও একই গ্রামের তাজুল ইসলামের ছেলে পরোয়ানা ভুক্ত আসামী স্বপন মিয়া (২৪) কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ বন্দে আলীর সাথে যোগাযোগ করলে তিনি আসামী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ডাকাত জালাল মিয়ার বিরুদ্ধে ডাকাতি-চুরি, ১০ এর অধিক মামলার আসামীসহ গ্রেফতারকৃত ৩ আসামীকে গতকাল বুধবার হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে প্রেরন করা হয়েছে।