স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের দুঃশাসন গ্রামে আম পাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ ৩ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল শনিবার বিকালে এ ঘটনা ঘটে। জানা যায়, ওই গ্রামের রাজু মিয়ার পুত্র তোফায়েলের সাথে মৃত আলাই মিয়ার পুত্র বিলালের বাকবিতন্ডা হয়। এর জের ধরে তোফায়েল, রাজু মিয়া, আয়েশা, আমিনাসহ ৪-৫ জন বিলালের বাড়িতে হামলা চালায়। এক পর্যায়ে বিলাল তার স্ত্রী রুবি আক্তার, মাহমুদা আক্তারকে আহত করে। লোকজন তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।