স্টাফ রিপোর্টার ॥ ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। দেশব্যাপী দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়।
গতকাল শনিবার (৮ মার্চ) সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হবিগঞ্জ জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা আয়োজনে আলোচনা সভা ও দুঃস্থ এবং অসহায় গরীব মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় সম্মানিত অতিথি ছিলেন-হবিগঞ্জ পুলিশ সুপার এএনএম মাজেদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর হবিগঞ্জ উপপরিচালক রুমনা আক্তার। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট, স্থানীয় সরকার বিভাগ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা, সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সামাজিক সংগঠন, সাংবাদিক, বিভিন্ন শ্রেণির পেশার নারীরা এ সময় উপস্থিত ছিলেন। আলোচনা সভাশেষে হবিগঞ্জ মহিলা সংস্থা উদ্যোগে অসহায় দুঃস্থ নারীকে স্বাবলম্বী করার ল্য প্রত্যেককে একটি করে সেলাই মেশিন প্রদান করা হয়।