শনিবার, ২৪ মে ২০২৫, ০২:১৩ অপরাহ্ন

হবিগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২৪-এর পুরস্কার প্রদান

  • আপডেট টাইম রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২৪-এর পুরস্কার প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গত ২০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে কিশোরকণ্ঠ পাঠক ফোরাম হবিগঞ্জ জেলার উদ্যোগে আয়োজিত কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২৪-এর পুরস্কার প্রদান অনুষ্টানে সভাপতিত্ব করেন কিশোরকন্ঠ পাঠক ফোরাম হবিগঞ্জ জেলার চেয়ারম্যান হোসাইন আহমেদ। কিশোরকন্ঠ পাঠক ফোরাম হবিগঞ্জ জেলার ভাইস চেয়ারম্যান লায়েক আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের কেন্দ্রীয় গবেষণা সম্পাদক গোলাম জাকারিয়া। বক্তব্যে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, মেধাবীদের প্রতি জাতির আশা-আকাঙ্খা সর্বাধিক। তাদেরকে নিজেদের প্রতিভার সঙ্গে নৈতিকতার অনুপম সমন্বয় ঘটিয়ে জাতির কাঙ্খিত নেতৃত্ব তৈরির জন্য সচেষ্ট হতে হবে।’ তিনি আরও বলেন, আমরা একদল দেশপ্রেমিক, নির্ভীক ও সৎ ব্যক্তি চাই, যারা শুধু নিজেদের ব্যক্তিগত জীবনে সাফল্য অর্জনই পাঠ্যপুস্তকের জ্ঞানের পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি এবং আধুনিক বিজ্ঞানে নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে হবে। নীতি-নৈতিকতায় সমৃদ্ধ মানুষ তৈরি হলেই উন্নত বাংলাদেশ গঠনে অবদান রাখা সম্ভব। তবেই মানুষ হিসেবে আমরা সাফল্যের প্রকৃত স্বাদ লাভ করবো এবং শিক্ষার্থী বন্ধুদের সৎ সংঘ বাঁচাই করতে হবে। এদিকে কিশোরকন্ঠের ভূমিকা অপরিসীম।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের প্রিন্সিপাল প্রফেসর মোঃ হারুন মিয়া। বক্তব্যে তিনি বলেন, ‘কিশোরকণ্ঠ একটি উদ্ভাবনী প্রকাশনা। আমি যখন শিক্ষার্থী ছিলাম, তখন নিয়মিত পাঠ করতাম। কিশোরকণ্ঠ শিক্ষার উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’ তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘প্রতিভার বিকাশ ঘটাতে তোমাদের নিয়মিতভাবে বিভিন্ন সৃজনশীল প্রতিযোগিতায় অংশ নিতে হবে, এর জন্য কঠোর পরিশ্রমী হতে হবে।’ এছাড়া, তিনি তাঁর ভাষণে কিশোরকণ্ঠ পাঠক ফোরামকে নিয়মিতভাবে এই আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কাজী মহসিন আহমেদ, কিশোরকন্ঠ ফাউন্ডেশনের কেন্দ্রীয় পৃষ্ঠপোষক মুহিবুর রহমান মুহিব, কেন্দ্রীয় পৃষ্ঠপোষক তারেক মনোয়ার, শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমি এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ নুরুল হক, হবিগঞ্জ জজকোর্ট এর এপিপি এডভোকেট হাফিজুল ইসলাম, এডভোকেট মোহাম্মদ হারুন, ডাঃ মোহাইমিনুল আজাদ সোপান, উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম হবিগঞ্জ-এর সাবেক চেয়ারম্যানবৃন্দ বিশিষ্ট শিক্ষাবিদ জননেতা এডভোকেট নজরুল ইসলাম, মাওলানা তারেকুল ইসলাম, হাফেজ মিজানুর রহমান প্রমূখ।
উল্লেখ্য, এবার কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রায় তিন হাজার পাঁচশত এর অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে থেকে সর্বমোট ২৫৬ জনকে বৃত্তি দেওয়া হয়। সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীকে একটি ল্যাপটপ ও সেরাদের সেরা ৯ জন, ট্যালেন্টপুল গ্রেডে ৪২ জন, সাধারণ গ্রেডে ৯৪ জন এবং বিশেষ গ্রেডে ১২০ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন। বৃত্তিতে প্রত্যেক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে নগদ অর্থ, সার্টিফিকেট, ক্রেস্ট ও শিক্ষা সামগ্রি তুলে দেওয়া হয়।
অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম হবিগঞ্জ জেলার পৃষ্টপোষক সাইদুর রহমান, আশরাফুল ইসলাম সুজন, আবরার হামিদ, জামিল হোসাইন রাজু। ফোরামের থানা প্রতিনিধি, মাহমিদ তাসিন, শাহিনুর রহমান, সাব্বির আহমেদ নোমান, মাহদি খান আদিল, আবু বকর আল মোয়াজ, মোঃ সাদী, হাফিজুর রহমান, আব্দুর রাকিব রানা, মাসুম বিন দুদু, মোঃ ইকরাম, মারুফ আহমেদ, মামুন হাসান-সহ বিভিন্ন স্কুল প্রতিনিধিবৃন্দ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com