নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে বারীন্দ্র সরকার (৫৫) নামে এক ব্যবসায়ীকে মারধর করে পুলিশে সোপর্দ করার অভিযোগ ওঠেছে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহীন তালুকদারের বিরুদ্ধে। এ ঘটনার পর কোন মামলা না থাকায় বারীন্দ্র সরকারকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে ছেড়ে দিয়েছে পুলিশ। এ ঘটনায় নবীগঞ্জ শহরে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।
আহত বারীন্দ্র সরকার জানান- গত একযুগেরও বেশি সময় ধরে তিনি নবীগঞ্জ বাজারের ব্যবসা করে আসছেন। তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন। গত বছরের ১৫ অক্টোবর ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) লোকনাথ টেডার্সসহ দুজন ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দেয় উপজেলা যুবদল নেতা শাহীন তালুকদারের ছোট ভাই রুহিন তালুকদার। অভিযোগের তদন্তে দায়িত্ব দেয়া হয় উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে। অভিযোগের প্রেক্ষিতে অক্টোবর মাসে বন্ধ থাকে পৌর এলাকার টিসিবির পণ্য বিতরণ। এ নিয়ে টিসিবি গ্রাহকরা সময় মতো পণ্য না পাওয়ায় তাদের মধ্যে ক্ষোভ বিরাজ করে। এ ঘটনার পর ২১ অক্টোবর শাহীন তালুকদার সঙ্গীয় আরেক যুবদল নেতাকে সাথে নিয়ে তার (বারীন্দ্র সরকার) নিকট অবৈধ ভাবে টাকা দাবী করেন। তিনি টাকা দিতে অপারগতা প্রকাশ করায় এরা ক্ষিপ্ত হয়ে উঠে। বেশ কিছুদিন চুপ থাকার পর গতকাল রবিবার রাতে শেরপুর রোডের একটি দোকানে বসে থাকা অবস্থায় কোন কিছু বুঝে ওঠার আগেই শাহীন তালুকদার ও তার অনুসারিরা বারীন্দ্র সরকার-কে জোরপূর্বক ধরে নিয়ে মারধর করে আহত অবস্থায় নবীগঞ্জ থানায় সোপর্দ করে।
বারীন্দ্র সরকার জানান- হামলাকারীরা তার নিকট থেকে ১টি স্মার্টফোন, ১টি বাটন ফোন, নগদ ৩০ হাজার টাকা এবং মোটরসাইকেল ও ব্যবসা প্রতিষ্ঠানের চাবি ছিনিয়ে নিয়ে যায়।
খবর পেয়ে রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ নবীগঞ্জ থানায় ভিড় জমায়। পরে বারীন্দ্র সরকারের বিরুদ্ধে কোনো মামলা না থাকায় প্রাথমিক চিকিৎসা প্রদান করে পুলিশ তাকে ছেড়ে দেয়।
এ ব্যাপারে শাহীন তালুকদারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান- বারীন্দ্র সরকার আমাকে বিভিন্নভাবে হুমকি দেয় এবং সে বিভিন্ন অনিয়ম দুর্নীতির সঙ্গে জড়িত। ঘটনার প্রেক্ষিতে কয়েকজন বারীন্দ্রকে ধরে থানায় নিয়ে যায়। খবর পেয়ে আমি সেখানে যাই।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন- কোন মামলা না থাকায় বারীন্দ্র সরকারকে ছেড়ে দেয়া হয়েছে।