মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গে ওএমএস’র চাল কালো বাজারে বিক্রি করতে গিয়ে ছাত্রদল নেতা আটক ॥ ১ লাখ টাকা জরিমানা ॥ ডিলার বাতিল চুনারুঘাটে গলায় ফাঁস দিয়ে নারী ও পুরুষের আত্মহনন নবীগঞ্জে লিফলেট বিতরণে-তালহা চৌধুরী ॥ তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে নবীগঞ্জে ডেভিলদের গ্রেফতার দাবীতে আন্দোলনে নামছেন ছাত্র-জনতা দৈনিক সমাচার সম্পাদকের ছেলে জাকারিয়া’র বার এট ‘ল’ ডিগ্রী অর্জন আজমিরীগঞ্জের জলসুখা ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠন নোয়াপাড়ায় সায়হাম গ্রুপের আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্টিত বাহুবলে বালু ভর্তি ট্রাক থেকে ৪০ বস্তা চিনি উদ্ধার উদ্বোধনী ম্যাচে মডার্ণ ক্লাবকে হারিয়ে উত্তরণ সংসদের ৯ উইকেটে জয় দৈনিক কালবেলার নবীগঞ্জ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন অঞ্জন রায়

আল্লামা শাহ আব্দুল কুদ্দুছ নূরী (র:) এর ১৮তম মৃত্যুবার্ষিকী আজ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ উনার কথা বড়দের মুখে শুনেছি, পাকিস্তান আমল থেকে পানশি নৌকা নিয়ে মাহফিলে যেতেন। বিশেষ করে ভাটি এলাকার গ্রামে, উনার একটা সুর করে গজল লাইনটা পরিচিত আসিল আমি “কুদ্দুস নূরী পথে পথে ঘুরি” মক্তব, মসজিদ, মাদ্রাসার জন্য ওয়াজ মাহফিলে কালেকশন করি, এভাবেই প্রত্যেক মাহফিলে সবাইকে কালেকশন করে দিতেন বৃহত্তর সিলেট তথা লন্ডনের মাটিতে। নূরীয়া একটি নাম, একটি প্রতিষ্ঠান, মুসলমান সমাজের অহংকার। পীরে তরিক্বত আলহাজ্ব হযরত আল্লামা মরহুম শাহ আব্দুল কুদ্দুছ নূরী (র) সাহেবের কথা কম বেশী আমরা সবাই জানি। তিনি যেমন একজন ইসলাম প্রচারক ছিলেন তেমনি উনার মধ্যে পীর-আওয়ালীয়ার মত গুনাগুণ ছিল এবং অনেক প্রতিষ্ঠান নিজ হাতে তৈরি করে গেছেন, আবার অনেক প্রতিষ্ঠান তৈরি করতে ফান্ড রাইজিং করে প্রতিষ্ঠিত করে গেছেন। আবার উনার পরিবার ও ভক্তবৃন্দরাও নূরীয়া নামে বাংলাদেশ তথা লন্ডনের মাটিতেও অনেক প্রতিষ্ঠান করেছেন। আজ ২১ শে জানুয়ারী, মরহুম শাহ মাওলানা আব্দুল কুদ্দুছ নূরী সাহেবের ১৮তম মৃত্যু বার্ষিকী এবং নূরী সাহেবের পিতা মরহুম শাহ ওলি উল্লাহ (র:) এর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্য মরহুমের মাজার প্রাঙ্গনে শাহ ওলি উল্লাহ জামে মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। সবার কাছে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া কামনা করছে নূরী সাহেবের ছোট ছেলে শিবপাশা শাহ আব্দুল কুদ্দুছ নূরী দাখিল মাদ্রাসার ব্যবস্থাপনা পরিচালক, শাহ ওলি উল্লাহ হাফেজিয়া এতিমখানার সাধারণ সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক সাংবাদিক শাহ জালাল উদ্দিন জুয়েল। তাছাড়া প্রতি বছরের ন্যায় জৈনপুর ছিলছিলার অন্যতম খলিফা মরহুম শাহ ওয়ালী উল্লাহ (র:) এবং মরহুম শাহ মাওলানা আব্দুল কুদ্দুছ নূরী সাহেবের ১৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের নূরী নগর এলাকায় শিবপাশা শাহ আব্দুল কুদ্দুছ নূরী দাখিল মাদরাসা প্রাঙ্গনে নূরী নগর শাহী ঈদগাহ ময়দানে শাহ পরিবার এবং নূরীয়া দরবার শরীফের উদ্দ্যোগে বাৎসরিক সুন্নী সম্মেলনের আয়োজন করা হয় যা পরবর্তিতে পোস্টারিং করে জানিয়ে দেওয়া হবে বলে জানান। পীরে তরিক্বত আলহাজ্ব হযরত আল্লামা শাহ মাওলানা আব্দুল কুদ্দুছ নূরী (র:) এর সাহেবের নিজ হাতে প্রতিষ্ঠিত আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের নতুন গ্রাম নূরী নগরে এবং উনার জন্মস্থান বরং রাজবাড়ীতে নিজ হাতে অনেক প্রতিষ্ঠান করে গেছেন। আজমিরীগঞ্জ উপজেলার-শিবপাশা ইউনিয়নের নূরী নগর এলাকায় নূরীয়া কমপ্লেক্স, উনার পিতার নামে মরহুম শ্হা অলি-উল্লাহ হাফিজিয়া এতিমখানা, উনার পিতার নামে বং রাজ বাড়িতে শ্হা অলি-উল্লাহ জামে মসজিদ, উনার সহ ধর্মিনীর নামে মুখলিজজান বিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়, উনার নিজ নামে শাহ আব্দুল কুদ্দুছ নূরী দাখিল মাদরাসা, নূরী নগর শাহী ঈদগাহ এবং একটি আর্থ সামাজিক উন্নয়ন সংস্হা নূরীয়া মিশন বাংলাদেশ ও লন্ডনে করেছেন।
এছাড়াও উনি বাংলাদেশ- লন্বিডনে বিভিন্ন মক্তব, মসজিদ, স্কূল-মাদরাসা প্রতিষ্ঠায় অগ্রনী ভূমিকা রেখেছেন। যা উনার ভক্তবৃন্দসহ সর্বস্তরের জনগন সবারই জানা। মরহুম নূরী সাহেব ৬ছেলে ও ২মেয়ে নাতি – নাতনীসহ অসংখ্য ভক্তবৃন্দ রেখে ২০০৭ সালের ২১শে জানুয়ারি মৃত্যু বরণ করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com