শনিবার, ২৪ মে ২০২৫, ০২:৪১ পূর্বাহ্ন

মাধবপুরে প্রতারণা মামলায় পলাতক আসামী গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৮৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে প্রতারণা মামলায় সাবেক জেলা পরিষদ সদস্য পলাতক আসামী মহিউদ্দিন কামালকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে মাধবপুর থানা এসআই দ্বীন মোহাম্মদের নেতৃত্ব পুলিশ হবিগঞ্জ শহর থেকে তাকে গ্রেফতার করে। মহিউদ্দিন কামাল উপজেলার চৌমহনী ইউনিয়নের হরিণখোলা গ্রামের মৃত আশরাফ উদ্দিনের ছেলে। তিনি ২০১৫ সালে হবিগঞ্জ জেলা পরিষদের নির্বাচনে মাধবপুর থেকে সাধারণ সদস্য নির্বাচিত হয়েছিলেন। মহিউদ্দিন কামাল সিআর-৪৭৫/২১ (মাধব), ধারা-৪২০/৫০৬(২) দঃ বিঃ এর ওয়ারেন্টভূক্ত আসামী। তিনি হবিগঞ্জ শহরে পরিবার নিয়ে বসবাস করতেন। মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, মহিউদ্দিন কামালকে হবিগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com