সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ বিএনপির কাউন্সিল ৫ পদে ১৭ প্রার্থীর লড়াই সমন্বয়কদের চাঁদা না দেয়ায় বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ে মব সৃষ্টি করে অস্থিরতা তৈরীর অভিযোগ বিজিএমইএ এর রাজনৈতিক বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান মনোনীত হয়েছেন সায়হাম নিট কম্পোজিটের এমডি সৈয়দ সাফকাত এমবিএ মাধবপুরে বৃত্তিপ্রদান অনুষ্ঠানে সৈয়দ মোঃ ফয়সল ॥ দেশকে নতুন ভাবে সাজাতে তারেক রহমানের ৩১ দফার বিকল্প নেই চুনারুঘাট-তেলিয়াপাড়া সড়কে গাছ ফেলে ডাকাতি সংঘটিত বিএনপির সদস্য ফরম হস্তান্তরকালে জি কে গউছ ॥ মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেই বিএনপি ঘরে ফিরবে অপরাধ দমনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে-ওসি বানিয়াচং সিলেটের প্রখ্যাত চিকিৎসক প্রফেসর ডা. আফজল হোসেন আর নেই কালারডোবা ব্রিজের নিচ থেকে হাত-পা বাঁধা অচেতন যুবক উদ্ধার শাহজীবাজার পাওয়ার গ্রিডে অগ্নিকান্ডে ৩ ট্রান্সফরমার পুড়ে গেছে ॥ ২০ ঘন্টা পর বিদ্যুৎ পেলো হবিগঞ্জবাসী এলাকাভিত্তিক ভাগে চলছে সরবরাহ

সামাজিক সংগঠন স্বপ্ন সোসাইটির ৫ম বর্ষে পদার্পণে বিশিষ্টজনদের শুভেচ্ছা

  • আপডেট টাইম সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সুবিধাবঞ্চিত মানুষের পাশে আমরা এই স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জে ২০২০ সালে প্রতিষ্ঠিত হয় স্বপ্ন সোসাইটি সামাজিক সংগঠনের। এবার পা দিল ৫ম বর্ষে। এ উপলক্ষে সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেইজে আলাদা আলাদা ভিডিও বার্তায় বিশিষ্টজনরা শুভেচ্ছা জানিয়েছেন। হবিগঞ্জের কৃতি সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন চেয়ারম্যান (নাক কান গলা বিভাগ) অধ্যাপক ডাঃ কামরুল হাসান তরফদার, বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফয়েজ আহমেদ, সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ কামাল আহমদ, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, ইসলামিক ফাউন্ডেশন হবিগঞ্জ এর উপ-পরিচালক মোহাম্মদ মুনিরুজ্জামান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোজাক্কির হুসাইন, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আলফাজ উদ্দিন, হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ এর খতিব মাওলানা গোলাম মোস্তফা নবীনগরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সংগঠনের উপদেষ্ঠা চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যাকস) এর সভাপতি শামছুল হুদা, বিশিষ্ট শিক্ষা অনুরাগী সৈয়দ এবাদুল হাসান, হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ, হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলর টিপু আহমেদ, স্বপ্ন সোসাইটির প্রতিষ্ঠাতা সৈয়দ তাহমিদ ইসলাম, সভাপতি ওলিউর রহমান কাফি, সাধারণ সম্পাদক আহরাজ উদ্দিন চৌধুরী সিয়ামসহ সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ শুভেচ্ছা জানান।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফয়েজ আহমেদ এক ভিডিও বার্তায় বলেন আমার হবিগঞ্জের এক ঝাঁক তরুণরা যে হবিগঞ্জের দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে তা প্রশংসার দাবিদার। এসব কার্যক্রম যেন ভবিষ্যতেও অব্যাহত থাকে। আরেক ভিডিও বার্তায় অধ্যাপক ডাঃ কামরুল হাসান তরফদার বলেন, আমি অনেক দিন ধরেই চিকিৎসা সেবার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে জড়িত আমি আনন্দিত যে হবিগঞ্জের স্বপ্ন সোসাইটির বেশি কিছু উদ্যমী তরুণ মানুষের জন্য কাজ করে যাচ্ছে। জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাাহ বলেন, সংগঠনটির শীতবস্ত্র অনুষ্ঠানে প্রতি বছরই আমি উপস্থিত থাকি, তাদের এসব কর্মকান্ড আমার মনে নাড়া দিয়েছে। দেশে ছাত্রদের ধারা যে পরিবর্তন হয়েছে আমি মনে করি স্বপ্ন সোসাইটির এই শিক্ষার্থীদের হাত ধরে হবিগঞ্জ আরো এগিয়ে যাবে। তাদের জন্য শুভ কামনা রইল। শুরুর লগ্ন থেকেই আর্তমানবতার সেবায় নিয়োজিত সংগঠনটি। শীতকালে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন, ঈদে ঈদ বস্ত্র বিতরণ সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ বিতরণসহ সমাজের বিভিন্ন সামাজিক কর্মকান্ডে জড়িত স্বপ্ন সোসাইটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com