স্টাফ রিপোর্টার ॥ আজ হবিগঞ্জের বণ্যা দুর্গত এলাকা পরিদর্শন করতে আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতিক। গত ৫ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিএসবি) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিকেলে আজ শনিবার বিকেলে উপদেষ্টা ফারুক ই আজম প্রথমে সার্কিট হাউজে উপস্থিত হয়ে জেলা প্রশাসনের সাথে এক বৈঠকে অংশগ্রহনের কথা রয়েছে। পরে তিনি হবিগঞ্জের বণ্যা দুর্গত এলাকা পরিদর্শন করবেন এব রাতে তিনি ঢাকার উদ্দ্যেশে রওয়ানা হবেন।