স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ৯নং বাউসা ইউনিয়নের রিফাতপুর গ্রামের মাহমুদুর রহমান মাহমুদ নামে এক কিশোর দুদিন ধরে নিখোঁজ রয়েছে। গত ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ৮টার দিকে নবীগঞ্জ পৌর এলাকার রাজাবাদ এলাকা থেকে সে নিখোঁজ হয়। এ বিষয়ে তার পিতা মনসুর আহমদ নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
ডায়েরীতে তিনি উল্লেখ করেন, তার নাম মাহমুদুর রহমান মাহমুদ, বয়স : ১২, পিতার নাম : মনসুর আহমদ, মাতার নাম : রুবিনা বেগম, সে মানসিকভাবে সুস্থ। তার গড়ন : কালো-ছোট-খাটো, উচ্চতা : ৪ ফুট, গায়ের রং : শ্যামলা, মুখের আকৃতি : গোলাকার ও ওজন ৩১ কেজি।
কোথাও তার সন্ধ্যান পাওয়া গেলে তার পিতা মনসুর আহমদের মোবাইল নাম্বার ০১৭৫৬-৬৪৫৭৬৬ এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।