রবিবার, ২৫ মে ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন

আজমিরীগঞ্জে সন্তানের জন্য রাস্তায় পিতার আহাজারি

  • আপডেট টাইম শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ১৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের ঘরদাইর গ্রামের নয়নপুরের বাসিন্দা আবুল কাশেম মিয়া। নিজের ৫ ছেলে এবং ৪ মেয়ের সংসারে ছেলেদের মধ্যে বড় সন্তান মো. ইসলাম উদ্দিন (১৪) কে ধর্মীয় শিক্ষার জন্য ভর্তি করেন পার্শ্ববর্তী বানিয়াচং উপজেলার জামিয়া ইসলামিয়া দারুসসালাম মাদ্রাসায়। গত ১৮ নভেম্বর (শনিবার) সকালে ইসলাম উদ্দিন ছুটি নিয়ে বাড়ি ফেরার জন্য রওনা দেবার পর থেকে রয়েছেন নিখোঁজ। সেই হারানো সন্তানকে খুঁজে পেতে রাস্তায় রাস্তায় সন্তানের ছবি বুকে নিয়ে আহাজারি করছেন পিতা আবুল কাশেম। আবুল কাশেম জানান, গত ১৮ নভেম্বর সকালে ইসলাম উদ্দিনকে ছুটি দেয় মাদ্রাসা কর্তৃপক্ষ। কিন্তু বিষয়টি সম্পর্কে আমাকে কেউ অবগত করেনি। ১৯ নভেম্বর সকালে আসার এক শ্যালক মুটোফোনে আমাকে বলে ইসলাম উদ্দিন বাড়ি থেকে ফেরত আসার সময় কিছু টাকা দিয়ে দিতে। কিন্তু আমি বলি ইসলাম উদ্দিন তো বাড়িতে আসেনি। তারপর মাদ্রাসার এক শিক্ষককে কল দিলে উনি ইসলাম উদ্দিন রুমে আছে বলে জানান। কিছুক্ষণ পর আরেক শিক্ষককে কল দেই, তিনি জানান ইসলাম উদ্দিনকে শনিবারে সকালেই ছুটি দেয়া হয়েছে। তারপর ২০ নভেম্বর বানিয়াচং থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। পরিচিত সব জায়গায় খুঁজেও বিগত ১২ দিন যাবত আমার সন্তানকে পাচ্ছি না। বানিয়াচং থানার ওসি (তদন্ত) আবু হানিফ সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের তদন্ত অব্যাহত রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com