শনিবার, ২৪ মে ২০২৫, ১১:৩৫ অপরাহ্ন

মাধবপুরে এড.মাহবুব আলী এমপি নারীদেরকে পুরুষের ন্যায় সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে ভূমিকা রাখতে হবে

  • আপডেট টাইম সোমবার, ২৫ আগস্ট, ২০১৪
  • ৪৭২ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর-চুনারুঘাট আসনের সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী নারীদেরকে পুরুষের ন্যায় সকল সুযোগ সুবিধা দিয়ে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি ১৪শত বছর পূর্বে হযরত মুহাম্মদ (সা:) এর সহধর্মিনী বিবি খাদিজা মক্কনগরীতে ব্যবসা করে খ্যাতি অর্জন করেছেন উল্লেখ করে বলেন বর্তমানে আমাদের নারীরা সেনা, নৌ, ও বিমান বাহিনীতে যোগ দিয়ে চ্যালেঞ্জিং পেশায় আত্মনিয়োগ করতে পারছে। সরকার চাকুরীতে ১৫% কোটা সংরক্ষণ করে নারীদের এগিয়ে যেতে সহায়তা করছে। আল্লাহ পুরুষের পাশাপাশি নারীদের সৃষ্টি করেছে সামজে ভারসাম্য রক্ষার জন্য। ৭১’র মহান মুক্তিযুদ্ধে পুরুষের পাশাপাশি নারীরাও অংশগ্রহণ করে ত্যাগ তিতিার বিনিময়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। নারীদেরকে খাটো করে দেখার অবকাশ নাই। গতকাল মাধবপুর উপজেলার প্রেমদাময়ী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেলা নারী উন্নয়ন ফোরাম হবিগঞ্জের উদ্যোগে এবং মাধবপুর পৌরসভার সহযোগিতায় নারীর সামগ্রীক উন্নয়ন ও সৃজনশীলতা বৃদ্ধি শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেন, আমাদের দেশের নারী শিক্ষার্থীরা সবচেয়ে বেশি অবহেলিত। তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে মূল্যায়ন করতে হবে। প্রতিনিয়ত নারী শিক্ষার্থীদেরকে পরিবহনের জন্য রাস্তায় ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থাকতে হয়। পরিবহন শ্রমিকরা নারী শিক্ষার্থীদেরকে সঠিকভাবে পয়সা না দেওয়ার অজুহাতে তারেদকে গাড়ি উঠায় না। এ সুযোগে তাদেরকে কিছু বখাটে ইভটিজিং করে যৌন নিপীড়ন করে। এ থেকেই আমার বোনেরা আত্মহত্যার মত কঠিন পথ বেচে নেয়। কিন্তু পরে ধরে নেওয়া হয় মা বাবার সাথে অভিমান করে আত্মহত্যা করেছে। এর গতি বৃদ্ধি পাওয়ার আগেই রোধ করতে হবে। পরিবহন ব্যবসায়ীরা যত ব্যবসাই করেন না কেন নারী শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করতে হবে। নারী নির্যাতনের বিরুদ্ধে প্রচার প্রচরণা বাড়াতে হবে। কেয়া চৌধুরী হবিগঞ্জের অঞ্জনার আত্মহত্যার ব্যাপারে বলেন, তার মা বাবার দাবি অঞ্জনাকে ধর্ষনের পর হত্যা করা হয়েছে। কিন্তু এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তিনি এর তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু বিচার দাবি করেন। তিনি আরো বলেন, যেখানেই নারী নির্যাতন হবে সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন, বর্তমানে ৮৭% নারী সচেতনতার অভাবে তার স্বামী কর্তৃক নির্যাতনের শিকার হন। তিনি মহিলা মেম্বারদের প্রসঙ্গ টেনে বলেন, মহিলা মেম্বাররা তাদের দাবি সঠিকভাবে পায় না। তারা বিভিন্নভাবে নির্যাতিতও হন। তা বন্ধ করতে হবে। বৈষম্য দূর করতে হবে। এর জন্য সচেতনতার প্রয়োজন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নারীর উন্নয়নের জন্য সর্বপ্রথম উদ্যোগ গ্রহণ করনে। আমি আসা করব মহান মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে সঠিক শিক্ষা গ্রহণ করে নারী উন্নয়নের দিকে ধাবিত হবে। জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি বেগম মোছাঃ আবিদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের হবিগঞ্জের দায়িত্বপ্রাপ্ত উপ-সচিব দিলীপ কুমার বণিক। সভায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিউল্লাহ, পৌর মেয়র হীরেন্দ্র লাল সাহা, মহিলা ভাইস চেয়ারম্যান এড. সুফিয়া আক্তার হেলেন, ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আতিকুর রহমান আতিক, জেলা নারী উন্নয়ন ফোরামের সম্পাদক হেনা বেগম, সহসভাপতি জাহানারা বেগম শেলী, শিক্ষক তোফাজ্জল হোসেন খোকা মিয়া, খায়রুল হোসাইন মনু, কাউন্সিলর ইসরাত জাহান ডলি, ইউপি সদস্য সেলিনা আক্তার, প্রেসক্লাব সভাপতি আলা উদ্দিন আল রনি, শিক্ষার্থী জান্নাত আক্তার নুপুর, সানজিদা আক্তার স্বর্ণা প্রমুখ। পরে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান অতিথি ও বিশেষ অতিথির হাতে ক্রেস্ট তুলে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com